গেল মাসেই বিয়ে করে আলোচনায় আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কারণও আছে। হঠাৎ বিয়ে তো বটেই, বিয়েতে তার কাবিন ছিলো ৯ টাকা। এবং বিয়ের শাড়ির মূল্য ছিলো ৯০০ টাকা।
গেল মাসেই বিয়ে করে আলোচনায় আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কারণও আছে। হঠাৎ বিয়ে তো বটেই, বিয়েতে তার কাবিন ছিলো ৯ টাকা। এবং বিয়ের শাড়ির মূল্য ছিলো ৯০০ টাকা।
আজ বেরিয়েছে নতুন খবর। জানা গেছে, এই অভিনেত্রীর স্বামী আজমান নাসিরের আগে দুটি বিয়ে করেছেন। দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে চমকের স্বামীর অতিত।
এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার সঙ্গে বিয়ে হয় ২০১৮ সালের ১৮ জুলাই। সেই বিয়েও টেকেনি তার। তবে সেই ঘরে ২০২০ সালে আরও একটি কন্যা সন্তান হয় তার।
জানা গেছে, ওই সংসার চলাকালে সময়েই নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়, যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। দুজনই সিদ্ধান্তে আসে বিচ্ছেদের। তারপর ২০২৩ সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। তার একবছর না পেরুতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক।
বিয়ে ও স্বামী সম্পর্কে জানতে তার সঙ্গে কালের কন্ঠর পক্ষ থেকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
এদিকে বাগদানের পরই হবু বরকে নিয়ে এই অভিনেত্রী উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। শুধু তাই নয়, এবারের ঈদও তারা উদযাপন করেছেন সেখানে। এক ভিডিও বার্তায় চমক বলেন, জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি—এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কি না, সে আমাকে এভাবে ভালোবাসবে কি না বা আমিও বাসব কি না, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।
চমকের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের সেই সাধও পূরণ করেছেন চমক। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন বলে দাবি তার।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।
সম্পর্কিত খবর
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এখন সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি ২০০৭ সালে নির্মাণ করেছিলেন নাটক ছিল ‘৪২০’। তৎকালীন দর্শকের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল।
দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি।
‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো ইতোমধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে বলেছেন, ‘ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।’
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ।
হায়দরাবাদে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পরে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। পরে তাকে গান্ধী হাসাপাতালে নেওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য।
আল্লু আভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। তবে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।
ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন।
তিনি ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা। তবে এই দেশেও রয়েছে তার অনেক ভক্ত। তিনি অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি এ দেশের নানা কনটেন্টে দেখা গেছে তাকে।
যেমনটা বলেছেন অনির্বাণ।
অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে?
জবাবে এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ ছুঁয়ে যায়।
অভিনেতা আরও বলেন, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবীদরা।
বিভিন্ন দিবসে নানা ধরণের আয়োজন করে থাকে চ্যানেল আই। রাখে ভিন্নতার ছোঁয়া। তবে শুধু দিবসই না, সারা বছর জুড়েই নানা আয়োজন করে তারা। তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে আয়োজন করা হবে স্মরণে বরণে বিজয় দিবস।
সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। শান্তির প্রতীক পায়রা এবং আকাশে উড়বে রঙিন বেলুন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু’র পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দশজন মুক্তিযোদ্ধাকে প্রদান করা হবে সম্মাননা এবং নগদ অর্থ।