<p style="margin-bottom:13px">গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ছবি সংশ্লিষ্টদের দাবি হলে হলে তান্ডব চালাচ্ছে এই তুফান। দর্শকের ভিড় সামলাতে হচ্ছে হল মালিকদের। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। এই তারকার সঙ্গে পরিচালক রায়হান রাফির প্রথম জার্নি। সেটা সফলভাবেই শুরু হয়েছে বলা যায়। ‘তুফান’ সিনেমার শেষে জানানো হয়েছে ‘তুফান ২’ লোডিং। মানে এই সিনেমার সিক্যুায়েল আসবে। সেটা নিশ্চয় রায়হান রাফি নির্মাণ করবেন। তবে সেটা কবে নাগাদ জানাননি প্রযোজক বা রায়হান রাফি।</p> <p>এরইমধ্যে খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ কে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। ফেসবকু গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এটি নিয়ে। বিষয়টির সত্যতা জানতে কালের কন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাফির সঙ্গে। তিনি জিৎ এর সঙ্গে সিনেমার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি। আবার কবে নাগাদ হবে সেরকম কিছুও বলেননি।</p> <p>তিনি বলেন, ‘আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। কথাও হচ্ছে। তবে কোনটা আগে করবো বা পরে করবো সে বিষয়ে এখনো চুড়ান্ত করিনি। আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে। সেখান থেকে ইতিবাচক খবর আসছে। সেটা উপভোগ করছি।’</p> <p>তবে রায়হান রাফি জানান, জিৎ এর সঙ্গে প্রজেক্ট এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কবে নাগাদ কি হবে সেটাও এই মুহুর্তে বলা যাচ্ছে না।</p> <p>প্রসঙ্গত গেল সপ্তাহে দেশের পাশাপাশি বিদেশে মুক্তি পেয়েছে তুফান। আগামী ৫ জুলাই মুক্তি পাবে ভারতে। শাকিব খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবুসহ অনেকেই।</p>