<p>সিদ্ধার্থ পি মালহোত্রার ‘মহারাজ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন আমির পুত্র জুনাইদ খান। আর প্রথম সিনেমাতেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা। সমালোচকদেরও প্রশংসা পাচ্ছেন জুনাইদ। তবে প্রথম কাজে সাফল্য পেলেও নিজেকে বাবার মতো পারফেকশনিস্ট ভাবছেন না তিনি। জুনাইদের মতে, তিনি নিজের কাজ উপভোগ করতে চান।</p> <p>সম্প্রতি পূজা তলওয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজেকে পারফেকশনিস্ট ভাবেন কিনা সেই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমি সেটা মনে করি না। প্রত্যেককে নিজের কাজ করতে হবে। জীবন প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। আমি এই যাত্রায় আছি, নিজের জীবনকে উপভোগ করছি।’ </p> <figure class="image"><img alt="1" height="660" src="https://im.rediff.com/movies/2023/aug/22amir8.jpg?w=670&h=900" width="500" /> <figcaption><sub><em>আমির খানের সঙ্গে ছেলে ‍জুনাইদ খান</em></sub></figcaption> </figure> <p>তার অভিনীত সিনেমাটি দেখার পর আমির কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আমিরের উত্তরাধিকার হিসাবে তিনি নিজেকে কতটা তৈরি করছেন সে বিষয়ে জুনাইদ বলেন, “আমি মনে করি তিনি ‘মহারাজ’ পছন্দ করেছেন। তিনি সবকিছুই পছন্দ করেন। একজন শ্রোতা বা দর্শক হিসাবে যখন তিনি কিছু দেখেন তখন তিনি এটি উপভোগ করতে চান, তাই তিনি সবকিছুই পছন্দ করেন। বিশেষ করে নিজের চলচ্চিত্র বাদ দিয়ে।”</p> <p>জুনাইদকে এরপর দেখা যাবে রোমান্টিক সিনেমায়। শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সঙ্গে পর্দায় জমবে জুনাইদের রোম্যান্স। এই মুহূর্তে দিল্লি-এনসিআর অঞ্চলে আসন্ন সিনেমার দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হয়েছে।</p> <p>হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রথম পর্বের শুটিং মুম্বাইয়ে শেষ হয়েছে এবং এখন এই জুটির শ্যুটিং চলছে রাজধানীতে। তিন-চার দিন আগে থেকে টিম এখানে শুটিং শুরু করেছে, শিডিউল আরও ১০-১২ দিন চলবে। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে তা জানা যায়নি।</p>