<p style="margin-bottom:13px">বিভিন্ন কারণে সব সময় আলোচনায় থাকেন অভিনেতা জায়েদ খান। কিছুদিন আগে ঘুরে এসেছেন দেশের বাইরে। ঈদের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে গিয়ে শো করে আলোচনা-সমালোচনার কবলে ছিলেন জায়েদ খান। তবে ঈদে নতুন করে নজর কাড়লেন একটি ভিডিওতে।</p> <p>এই ভিডিওতে দেখা যায়, জায়েদ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা সালামি দেন।  এরপর জায়েদ খান  ডিপজলকে নিয়ে দু-চারটি কথা বলেন, বলেন সদ্যঃপ্রয়াত ডিপজলের বড় ভাইয়ের কথা। এ ছাড়া এবার গাবতলীর পশুর কোরবানির হাট লিজ নিয়েছিলেন। সেই হাটে প্রশাসন অনেক সহযোগিতা করেছে সে কথাও বলেন।</p> <p>ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে জায়েদ খান এরই মধ্যে দুবাইয়ের একটি অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন। সেখানে ঈদ উৎসবের আয়োজন রয়েছে। এরপর কানাডায় আরেকটি উৎসবে যোগদান করতে যাবেন।</p> <p style="margin-bottom:13px"> </p>