<p style="margin-bottom:13px">স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম হাসপাতালে ভর্তি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১০ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। এখন তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন।</p> <p>তবে এখন খানিকটা সুস্থ বোধ করছেন। সুস্থ বোধ করায় কথা বলেছেন কালের কন্ঠের সঙ্গে। তিনি বলেন, ‘এখন হাসপাতালে আছি। খানিকটা ভালো। আগামী শনিবার (২২ জুন) পেস পেসমেকার বসাবে ডাক্তাররা।  ততদিন হাসপাতালেই থাকতে হবে।’</p> <p>তিনি জানান, হাসপাতালে ডাক্তাররা খুব আন্তরিকতার সঙ্গে দেখাশোনা করছেন। পাশাপাশি দেশের মানুষের ভালোবাসা ও দোয়া পাচ্ছেন। তিনি আশা করছেন দ্রুত সুস্থ হয়ে আবার গানে ফিরবেন।</p> <p>উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার আগ থেকে সংগীত নিয়ে কাজ করে চলেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।</p> <p style="margin-bottom:13px"> </p>