<p><br /> অনুমোদনহীন 'লেমন রিচ লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিংক' বাজারজাত করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউল আকবর প্রতিষ্ঠানটির মালিক ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।</p> <p>জানা যায়, সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মোহা. কামরুল হাসানে আবেদনের প্রেক্ষিতে আদালত গত ৪ জুন এই পরোয়ানা জারি করে।</p> <p>ব্লু ড্রিংকসের কোনো অনুমোদন নেই জানিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বলেন, রাফসানের পণ্যটির কোনো অনুমোদন নেই। এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।</p>