<p>‘কমেডি কিং’ খ্যাত বলিউডের জনপ্রিয় নির্মাতা প্রিয়দর্শন এবার কলকাতার সিনেমা নির্মাণের পথে। সদ্যই কলকাতা এসে ঘুরে গেছেন এই নির্মাতা। গিয়েছিলেন সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে দেখাও করেন। সঙ্গে দেখা করেন পরিচালক অনিরুদ্ধ রায়ের সঙ্গে। </p> <p>কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে পরিচালক অনিরুদ্ধ জানান, বহুদিন ধরেই প্রিয়দর্শনের বাংলা সিনেমার ছবি প্রযোজনা করার ইচ্ছে রয়েছে। সেই সূত্রেই তার কলকাতায় আসা। যদিও এর থেকে বেশি কিছু খোলাসা করতে চাইলেন না ‘পিঙ্ক’ নির্মাতা। </p> <p>আপাতত অনিরুদ্ধ ব্যস্ত তার বাঙালি চলচ্চিত্র ‘ডিয়ার মা’ নিয়ে। তিনি জানান, হাতে থাকা আরও কয়েকটি কাজ শেষ করে তিনি প্রিয়দর্শনের সঙ্গে একটি মালয়ালাম সিনেমাও পরিচালনা করতে পারেন। </p> <p>বাংলা ইন্ডাস্ট্রি দিয়েই কাজ শুরু করেছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরী। অনুরণন দিয়ে শুরু হয়েছিল ক্যামেরার পিছনের কাজ। ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’র মতো দুর্দান্ত সিনেমা বানিয়েছেন বাংলার দর্শকদের জন্য। ছিলেন দেবের বুনো হাঁসের পরিচালক। অমিতাভ বচ্চন-তাপসী পান্নুকে নিয়ে তৈরি করা তার কোর্টরুম ড্রামা ‘পিঙ্ক’ ব্যাপক সাড়া ফেলে। এর পর ‘লস্ট’ আর ‘কড়ক সিং’ তৈরি করেও দর্শকের মনে জায়গা নিয়েছেন তিনি। এবার চলছে তার ‘ডিয়ার মা’ তৈরির কাজ। এতে রয়েছেন জয়া আহসান, চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো তারকা।</p>