<p>রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় নায়ক শাকিব খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও এই বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে তুফানে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা। </p> <p>সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানা গেছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। </p> <p>পুরোপুরি অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেয়া হয়েছিল। </p> <p>‘তুফান’ সিনেমাটি নির্মিত হবে চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের যৌথ প্রযোজনায়। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।</p>