<p>হঠাৎ করে তুমুল আলোচনায় বলিউডের বর্ষীয়ান গায়ক উদিত নারায়নের পুত্র আদিত্য নারায়ন। সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করার সময় এক ভক্তের মাথায় মাইক (মাইক্রোফোন) দিয়ে আঘাত করে তাঁর ফোন ছুঁড়ে ফেলে দেন আদিত্য। সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন গায়ক। জানালেন, তিনি কাউকেই ভয় পান না।</p> <p>ছত্তিশগড়ের কনসার্টে ভক্তের উপর হাত তোলায় যখন সামাজিক মাধ্যমে চলছে নিন্দার ঝড়, তখনই নিজের প্রতিক্রিয়া জানালেন আদিত্য। এক সংবাদমাধ্যমে তিনি জানালেন, ‘ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। যদি জবাবদিহি করতে হয়, তাহলে ঈশ্বরকেই করব।’</p> <p>সম্প্রতি ছত্তিশগড়ের ভিলাইয়ের রুংটা আর-টু কলেজে ওপেন এয়ার কনসার্ট করতে গিয়ে মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটান গায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নেচে গেয়ে দর্শকদের আনন্দিত রাখছেন আদিত্য। এমন সময় এক শ্রোতা হাতে ফোন নিয়ে তাঁকে ভিডিও করছিলেন। হঠাৎ মেজাজ হারিয়ে সেই শ্রোতার মাথায় নিজের মাইক দিয়ে আঘাত করে বসেন আদিত্য। এরপর তাঁর ফোন কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে ছুড়ে মারেন। এরপর মাইক হাতে ফের গাইতে শুরু করেন। আদিত্যের এমন আচরণে স্তম্ভিত অনুরাগীরা। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে শুরু হয় নিন্দা-সমালোচনা। ভক্তরা দোষীয় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গায়ককে। কারো কারো মতে, এ ধরনের আচরণ তাঁর জনপ্রিয়তায় ভাঁটা ফেলবে। কেউ বা মনে করেন, বাবার মতো উদার মানসিকতার হতে পারেননি আদিত্য।</p> <p>অবশ্য এই প্রথমবার বিতর্কে জড়াননি আদিত্য নারায়ণ। এর আগে ২০১৭ সালে রায়পুর বিমানবন্দরে এক কর্মীর সঙ্গে বাজে আচরণ করতে দেখা গিয়েছিল তাকে। রাগের বশে বিমানসংস্থায় কর্মরত ওই ব্যক্তিকে হুমকি দিয়ে বলেন, ‘যদি তোর অন্তর্বাস না খুলি, আমিও আদিত্য নায়ারণ নই।’ সেই ভিডিওটিও  ভাইরাল হয়েছিল অনলাইনে। এবার ছত্তিশগড় কাণ্ডেও একই ঘটনা ঘটল। ফের মেজাজ হারালেন আদিত্য।</p> <p>বাবা উদিত নারায়ণ সুরের জগতে অন্যতম মহারথী। ভারতের একজন জীবন্ত কিংবদন্তি তিনি। উপহার দিয়েছেন হাজার হাজার হিট গান। বাবার সুবাদে ছেলে আদিত্য নারায়ণকে বেশি বেগ পেতে হয়নি ইন্ডাস্ট্রিতে। যদিও বলিউডের তাঁর ক্যারিয়ার তেমন উজ্জ্বল হয়নি এখনো। তবে বিভিন্ন রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যায় তাঁকে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তিনি নিয়মিত সঞ্চালক। দেশজুড়ে কনসার্টেও নিয়মিত পারফর্ম করেন আদিত্য। তিনি ‘দিল বেচারা’ এবং ‘রাম লীলার মতো জনপ্রিয় চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি বলিউডে সর্বশেষ রণবীর কাপুরের ‘শামশেরা’ চলচ্চিত্রে ‘জি হুজুর’ গানটি গেয়েছিলেন।</p>