<p>মুম্বাইয়ের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই! অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়েছে, যা দেখে হতবাক সবাই! পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।</p> <p>পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।</p> <p>এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন। ভারতীয় গণমাধ্যমে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একেবারেই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’</p> <p>আমিন আরো বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিটই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষায় রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’</p> <p>প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।</p>