<p>টলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ঘুম উড়ে গেছে সবার! কলকাতার জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা চুপিসারে বিয়েটা সেরে নিলেন? এনার বিয়ের সিঁদুরদানের ভিডিও দেখে চমকে গেছেন অনুরাগীরা। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে কি এনা বিয়ে করে ফেলেছেন?</p> <p>মূলত ঘটনা ভিন্ন। এনা বিয়ে করেননি। এটা একটা ফটোশুটের ভিডিও। ধারণা করা হচ্ছে, বিয়ের স্পেশাল ফটোশুটের জন্যই এমন ভিডিও তৈরি করা হয়েছে। </p> <p><iframe frameborder="0" height="800" scrolling="no" src="https://instagram.com/reel/C2CyVeRy_BH/embed" width="400"></iframe></p> <p>তবে ভিডিওতে এনাকে নববধূর লুকে দেখে চোখ ফেরানো সত্যি দায়। ভক্তদের কমেন্টের বন্যা বইছে সেই ভিডিওতে। এনাকে লাল পাড় সাদা বেনারসি, লাল ব্লাউজ, হাতে শাঁখা-পলা, গা ভর্তি গয়না, মাথায় মুকুট পরে দেখা গেছে ভিডিওতে। নববধূর লুকে এনাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। এনার পাশে বসা পাত্রকে সাদা ধুতি, নেটের চাদর গায়ে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, এনার মাথার টিকলি সরিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি।</p> <p>তবে সত্যিকারের বিয়ে না হলেও কনের সাজে এনাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। যদিও এই প্রথমবার নয়, প্রায়ই টলিউড নায়িকাদের কনের লুকে সকলের সামনে তুলে ধরেন রুদ্র সাহা, যিনি ভিডিওটি তৈরি করেছেন।</p> <p>‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। সিনেমায় এনার সফর শুরু হয় সোমনাথ গুপ্ত পরিচালিত ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। একাধিক মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন এনা।</p>