<p>গেল বছরই বিয়ে সেরে ফেলেছিলেন ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এতোদিন খবরটি প্রকাশ না করলেও নতুন বছরে এসে বিয়ের খবর দেন এই অভিনেত্রী। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন অর্ষা। ক্যাপশনে লিখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’</p> <figure class="image"><img alt="gvdxbh" height="900" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat 2/418210654_2914455068693566_1950608309598007637_n.jpg" width="600" /> <figcaption>মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা</figcaption> </figure> <p>অভিনেত্রী বিয়ে করেছেন নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। জানা গেছে, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।</p> <p>ওয়েব ফিল্ম ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে৷ ! এবার পর্দার চরিত্রের মতোই বাস্তব জীবনেও স্বামী-স্ত্রী হলেন তাঁরা।</p> <figure class="image"><img alt="vgbzbnb" height="400" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat 2/418250046_2914454885360251_1143560936005229562_n.jpg" width="600" /> <figcaption>নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান</figcaption> </figure> <p>নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে তাঁকে।</p> <figure class="image"><img alt="zbdrhbs" height="900" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat 2/418219319_2914455102026896_271129350460620247_n.jpg" width="600" /> <figcaption>মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা</figcaption> </figure> <p>অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন।  ‘মহানগর’, ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি।  </p>