<p>তবে কিং সংগীত জগতের ইতি টানতে চলেছেন জনপ্রিয় পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ? গায়িকার সর্বশেষ ঘোষণা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে! সংগীত ক্যারিয়ারের বদলে অভিনয় জীবনকেই বেশি প্রধান্য দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন গোমেজ। সেলেনা গোমেজ বলেছেন যে তিনি তার জীবনের এমন একটি মোড়ে আছেন, যেখান থেকে তিনি ক্যারিয়ারের একটি নির্দিষ্ট পথ বেছে নিতে চান। স্মার্টলেস পডকাস্টের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে গায়িকা বলেছেন, তিনি অভিনয়ের দিকে মনোনিবেশ করতে চান। এজন্য যদি তার সংগীত ক্যারিয়ারও পিছিয়ে যায়, তাতেও তাঁর আপত্তি নেই!</p> <p>সাক্ষাৎকারে গোমেজ স্পষ্ট করেই বলেছেন, ‘আমার মনে হচ্ছে আমার আর একটি অ্যালবাম রয়েছে যা প্রকাশ হবে। আমি সম্ভবত অভিনয়কেই বেছে নেব।’ অর্থাৎ সেলেনার আগামী অ্যালবামটিই তাঁর শেষ অ্যালবাম হতে চলেছে। এরপর অভিনয় জগতেই নিজেকে ব্যস্ত রাখতে চলেছেন গায়িকা। </p> <p><img alt="1" height="333" src="https://img.huffingtonpost.com/asset/6500f941220000320003ff18.jpeg?cache=rSGAlYvIIK&ops=scalefit_720_noupscale" width="500" /></p> <p>গোমেজ আরো বলেছেন, ‘আমি একজন অভিনেত্রী হতে চেয়েছিলাম, আমি কখনই পূর্ণকালীন গায়িকা হতে চাইনি। কিন্তু দৃশ্যত গানের শখটি অন্য কিছুতে পরিণত হয়ে যায়। আমি সংগীত অনেক উপভোগ করেছি এবং এই ভ্রমণ সত্যিই মজার ছিল। কিন্তু আমি একই সময়ে আমার টিভি শো করছিলাম (ওয়েভারলি প্লেসের উইজার্ডস) এবং আমি এটিতে সত্যিই মজা পেয়েছি তাই আমি চালিয়ে যাচ্ছি। আমার বয়স যত বেশি হচ্ছে আমি তত বেশি অভিনয় পছন্দ করছি। এখন আমি শুধু স্থির হতে চাই।’</p> <p>এদিকে গোমেজের এমন ঘোষণায় ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। এক্সে (টুইটার) অধিকাংশ অনুরাগী বলছেন, সংগীত ছাড়া মোটেই উচিত নয় গোমেজের। আবার অনেকেই বলছেন, অভিনয়ে মনোনিবেশ করার সিদ্ধান্ত একেবারেই সঠিক। তাঁর প্রানবন্ত থাকা উচিত নিজের ক্যারিয়ারের সঙ্গে। </p> <p>সেলেনো গোমেজ একজন বিশ্বনন্দিত গায়িকা এবং অভিনেত্রী। তবে তিনি চমৎকার একজন ব্যবসায়ীও। বর্তমানে প্রসাধনী কোম্পানির মালিক তিনি। ‘রেয়ার বিউটি’ নামে তাঁর প্রসাধনী ইতোমধেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। তিনি তাঁর অবসর সময়ে নিজের অ্যালবাম ও গান প্রকাশ করাসহ সংগীতে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে নিজের ব্যাক্তিগত জীবন নিয়েও তুমুল আলোচনায় ওঠে এসেছেন গোমেজ। গত বছরের ডিসেম্বরে সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সাথে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসে। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন দুজন। সাবেক প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর অফিসিয়ালি এই প্রথম কারো সঙ্গে জড়ালেন সেলেনা। ভক্তরাও দুজনের জুটি বেশ সাদরে গ্রহণ করেছেন।</p>