<p><em>অনেক দিন ধরেই গান ও অভিনয়ে অনিয়মিত তাহসান রহমান খান। কখন দেশে থাকেন আর কখন বিদেশে, সেটাও জানা যায় না সব সময়। বছরের প্রথম দিনে একটি কনসার্টে গাইতে দেখা গেল তাঁকে। তাহসানের সঙ্গে কথা বলেছেন <strong>সুদীপ কুমার দীপ</strong></em></p> <p><strong>নতুন অ্যালবাম করবেন বলেছিলেন।</strong> <strong>কবে পাব?</strong></p> <p><strong>তাহসান রহমান খান:</strong> এরই মধ্যে পাঁচ-ছয়টা গান করেছি। মিউজিক শেষ করতে পারিনি সব। হয়তো জুন-জুলাইয়ের মধ্যে গুছিয়ে নিতে পারব।</p> <p><strong>অ্যালবামটিতে কোন ধরনের গান রাখছেন, কয়টি গান স্থান পাবে?</strong></p> <p><strong>তাহসান রহমান খান:</strong>এর আগে আমার সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আট নম্বর অ্যালবামে চেষ্টা করব একটু ভিন্ন ধরনের গান রাখতে। ৮-৯টা গান থাকবে এতে, সব কটিই আমার লেখা ও সংগীতায়োজনে। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষায় গানগুলো প্রকাশিত হবে।</p> <p><strong>বাংলা ও ইংরেজির বাইরের সেই ভাষা কোনটি? সেই ভাষার কথাও কি নিজেই লিখবেন?</strong></p> <p><strong>তাহসান রহমান খান: </strong>এখনই সেই ভাষাটি সম্পর্কে বলতে চাই না। হ্যাঁ, সব ভাষাতেই আমি লিখব। যুক্তরাষ্ট্রের একটি সংগীতবিষয়ক স্কুলে ছয় মাসের একটা কোর্স করছি। এরই মধ্যে তিন মাস হয়ে গেছে। সেখানে বিভিন্ন ভাষাভাষী বন্ধুর সঙ্গে কথা হয়, গল্প হয়, আড্ডা হয়। একটু একটু করে অন্য ভাষাগুলোও আয়ত্তে এনেছি। সেই কারণে আমার লিখতে কোনো অসুবিধা হবে না।</p> <p><strong>এবার ফিরে দেশের কী কী পরিবর্তন দেখছেন?</strong></p> <p><strong>তাহসান রহমান খান: </strong>সবচেয়ে বড় পরিবর্তন আমার নিজের জীবনেই এসেছে। বাবাকে হারিয়েছি। অন্যবার দেশে ফেরার পর বাবার সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতাম। সেটা আর সম্ভব নয়।</p> <p><strong>নাটকে ফেরার কথা ভাবছেন?</strong></p> <p><strong>তাহসান রহমান খান: </strong>প্রত্যেকটা জীবনে কাজের একেকটা অধ্যায় থাকে। আমার জীবনে টেলিভিশনের অধ্যায়টা শেষ করেছি। আপাতত টেলিভিশন নিয়ে ভাবছি না। এখন ওটিটিতে কাজ করতে চাই।</p> <p><strong>কোনো ওয়েব কনটেন্ট হাতে নিয়েছেন?</strong></p> <p><strong>তাহসান রহমান খান: </strong>এখনো চূড়ান্ত করিনি। হাতে কয়েকটির প্রস্তাব আছে। হয়তো এ বছরই আমাকে ওটিটিতে পাওয়া যাবে।</p> <p><strong>আর চলচ্চিত্র?</strong></p> <p><strong>তাহসান রহমান খান: </strong>নাটক ও সিনেমা নিয়ে একদমই ভাবছি না। ওটিটি প্ল্যাটফরমের কাজগুলোতে নতুনত্ব আছে। গানের বাইরে অভিনয় করলে সেখানেই করব।</p> <p><strong>যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন কবে?</strong></p> <p><strong>তাহসান রহমান খান: </strong>গানের কোর্সটির তিন মাস বাকি আছে। এ মাসের শেষের দিকে যাওয়ার পরিকল্পনা।</p>