<p>গত ২৭ নভেম্বর গাঁটছড়া বাঁধেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। খবরটি জানার পরপরই তাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। টানা দুই-তিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যম দখলে ছিল এই জুটির। দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই জুটির বিয়ে। পিয়া আর পরমের প্রতি যেন ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। সুযোগ পেলেই আক্রমণ করতে ছাড়েন না এই জুটিকে।</p> <p>অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া, অনুপমকে ডিভোর্স দিয়ে পরমব্রতকে বিয়ে করাটা ভালোভাবে মেনে নেয়নি নেটিজেনদের একাংশ। এবার বয়স নিয়ে কটাক্ষের শিকার হলেন পিয়া।</p> <p>বিয়ে সেরেই আয়ারল্যান্ডে হানিমুনে গিয়েছিলেন পরমব্রত-পিয়া। সেখানকার একটি ছবি পোস্ট করে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানান পমব্রত ও পিয়া। ডাবলিনের শপ স্ট্রিটে দাঁড়িয়ে পরমব্রতর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পিয়া লেখেন, ‘মেরি ক্রিসমাস। ছবিটা ৫ই ডিসেম্বর, ডাবলিন, আয়ারল্যান্ডের। এই বছর আমাদের জন্য ক্রিসমাসটা একটু আগেই চলে এসেছিল’।</p> <p>হ্যাঁ, এ বছরটা নবদম্পতির জন্য ক্রিসমাস কড়া নেড়েছিল একটু আগেই। ক্রিসমাসের মাসখানেক আগে থেকেই সেজে উঠে পশ্চিমের দেশগুলো। এই পোস্টের কমেন্ট বক্সেই পিয়াকে আক্রমণ করে এক নেটিজে লিখেছেন-‘বুড়ি মহিলার মধ্যে কী খুঁজে পেলো?’ অথচ আশ্চর্যের বিষয় হল- পরমব্রত চট্টোপাধ্যায়ের বয়স ৪৩! বয়সে পিয়ার চেয়ে বড় পরমব্রত, তাই কীভাবে অভিনেতার স্ত্রী ‘বুড়ি’ হলেন তা বোঝা শক্ত!</p> <p>পোস্টে অনেকেই পরমব্রতকেও ‘বউ চোর’ বলে কটাক্ষ করেছেন। নেতিবাচক মন্তব্যের কোনও জবাব দেননি পিয়া। তবে পরিচিত মানুষজনের প্রশ্নের জবাব দিয়েছেন। </p>