<p>বছরের শুরুটা করেছিলেন শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে বক্স অফিসের চাকা চালু করেছিলেন। এরপর ‘জওয়ান’ দিয়ে কাঁপিয়েছেন বক্স অফিস। তবে শেষটা হয়তো প্রভাসের হাতেই লেখা ছিল। রীতিমতো বক্স অফিস দুমড়মুচড়ে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র প্রভাসের ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ মুক্তির প্রথম দিন আয় করে ১৭৮ কোটি রুপির মতো। দ্বিতীয় দিনশেষে সালারের আয় ২৯৫ কোটির বেশি।</p> <p>রবিবার এক্স-এ (টুইটার) সালারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সিনেমাটির বিশ্বব্যাপী আয় শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘শিকারের মৌসুম শুরু। গ্লোবাল-বক্স অফিসে আধিপত্য বিস্তার করে ২৯৫.৭ কোটি আয় সালারের।’</p> <p><img alt="1" height="625" src="https://pbs.twimg.com/media/GCGPpNhbQAA_Hlo?format=jpg&name=large" width="500" /></p> <p>বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, সালার দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ৫৬.৩৫ কোটি। যার ফল দুই দিনে ভারতে সিনেমাটির আয় ১৫০ কোটি ছাড়িয়েছে।</p> <p>বিগত কয়েক বছর ধরেই সাফল্যের ধারায় ছিলেন না রেবেল স্টার প্রভাস। ‘বাহুবলী’র আকাশসমান সাফল্যের পর সাহো, রাধেশ্যাম ও আদিপুরুষ<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>তিনটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তাঁর। তবে জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি প্রভাসের। তার প্রমাণ দেখা গেল সালারের মুক্তিতে। প্রথমবারের মতো কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রভাস। তাই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল সীমাহীন। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে। </p> <p>এদিকে একই সঙ্গে মুক্তি পেয়েছে শাহরুখের ‘ডানকি’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। তবে বক্স অফিসে সালারের সঙ্গে লড়াইয়ে বেশ পিছিয়ে ডানকি। মুক্তির তিন দিনে ভারতে ৭৫ কোটির মতো আয় করেছে সিনেমাটি। অন্যদিকে প্রভাসের ‘সালার’ ব্যাপক অ্যাকশন প্যাকড হওয়ায় মাস অডিয়েন্সের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এর গল্পকে অনেকটাই দুর্বল আখ্যা করছেন দর্শক-সমালোচকরা। যদিও সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসবে। তবে এসব হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ নয় যখন বক্স অফিসের নিয়ন্ত্রণ নিজের দখলে রাখে কেউ। প্রভাস আপাতত বক্স অফিসের চালকের আসনে বসেছেন। তাই দীর্ঘদিন ধরে চলে আসা শাহরুখ-প্রভাসের মহারণটা অনেকটাই একতরফা হতে চলেছে, তা বলাই বাহুল্য।</p> <p>প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।</p>