<p style="text-align: justify;">রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবির ইরানি গান ‘জামাল কাদু’ শুরু থেকেই ভাইরাল। গানটিতে পর্দায় নেচেছিলেন ববি দেওল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি প্রকাশের পর থেকে ট্রেন্ডের শীর্ষে। দেশি-বিদেশি অনেক তারকাই নাচছেন গানটির তালে তালে।</p> <p style="text-align: justify;">এবার অভিনেত্রী শবনম বুবলি নাচলেন এই গানে। গতকাল নাচটির ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেইজে।</p> <p style="text-align: justify;">গতকাল নেত্রকোনায় ‘মায়া দ্য লাভ’ ছবির শুটিং করতে গেলেন বুবলি। সেখান থেকেই বললেন, ‘গানটি আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া এখন ট্রেন্ড চলছে। তাই গানটির তালে তালে একটু নাচলাম।’</p>