<p>ঠোঁটে সিগারেট। সেই সিগারেট হাতের আঙুল দিয়ে ধরা। এমন লুকে ধরা দিলেন দেশের জনপ্রিয় তারকা মোশাররফ করিম। তবে এটি একটি চরিত্র। চরিত্রটির নাম হুব্বা। বলা যায়, গ্যাংস্টার অবতারে মোশাররফ করিম।  হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন  ব্রাত্য বসু। ছবিটির নামও রাখা হয়েছে ‘হুব্বা’। একেবারে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবিটির নতুন পোস্টার। এটি শেয়ার করে পরিচালক ব্রাত্য বসু লিখেছেন, ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে।’ এর আগে অবশ্য ৪০ সেকেন্ডের একটি টিজার এসেছিল। এক ঝলকের একটি টিজারে চমকে দিয়েছিলেন মোশাররফ করিম। এবার পোস্টারেও মাত করলেন তিনি।<br /> বলে রাখা ভালো, নব্বইয়ের দশকের শেষদিকে যার আধিপত্য ছিল হুগলিজুড়ে। তাকে বলা হতো ‘হুগলির দাউদ ইব্রাহিম’। খুন, মারামারি, মাদক পাচার ইত্যাদি বহু অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল হুব্বা। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে, বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার মরদেহ। সেই চরিত্রটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন মোশাররফ করিম। এতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে পৌলমী বসুসহ কলকাতার নাট্যজগতের আরো কয়েকজন অভিনেতাকে।<br /> ছবিটি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বলে জানা গেছে। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির চেষ্টা চলছে।</p> <p> </p>