<p>প্রথমবার বলিউডের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশ্য বহু আগে থেকেই তিনি কলকাতার বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এবার পুরোদস্তুর বলিউডের ছবি ‘কড়ক সিং’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হলো এই তারকার। ছবিটি সিনেমা হলে নয়, ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে রিলিজ পেয়েছে।</p> <p>সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি এর আগে ‘পিঙ্ক’ ও ‘লস্ট’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিন্দি সিনেমার অন্যতম গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী তিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা ও বরুণ বুদ্ধদেব।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/জয়া আহসান (1).jpg" width="1000" /> <figcaption>‘কড়ক সিং’-এর কলাকুশলীরা</figcaption> </figure> <p>এত সব বড় তারকার ভিড়ে কেমন করেছেন জয়া আহসান, সেটা যাঁরা দেখেছেন তাঁরা নিশ্চয় বুঝে গেছেন। কিন্তু সিনেমায় অভিনয় করে জয়া কী পেলেন?</p> <p>আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জয়া জানিয়েছেন সে তথ্য। বলেছেন ‘কড়ক সিং’ তাঁকে কী দিয়েছে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “কড়ক সিং আমাকে একটি পরিবার ও খুব সুখের স্মৃতি দিয়েছে। এবং আমি টনির (অনিরুদ্ধ রায় চৌধুরী) কাছে চিরকৃতজ্ঞ ‘নয়না’র মতো একটি চরিত্রের জন্য। অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য দারুণ পাওয়া।”</p> <p>পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবিও। যেখানে ‘কড়ক সিং’-এর কলাকুশলীরা রয়েছেন। </p> <p>তবে ‘কড়ক সিং’-এর গল্পে দেখা যাবে, অ্যামনেশিয়ায় আক্রান্ত শ্রীবাস্তব অতীতের সব ঘটনা ভুলে গেছে। একটা সময় ছোট ছোট স্মৃতি এক করতে চেষ্টা করে সে। হঠাৎ আবিষ্কার করে বড় একটা অর্থনৈতিক অপকর্মের পেছনের একটা সত্য ঘটনা। তা নিয়ে বাধে তুলকালাম। পঙ্কজ ত্রিপাঠী আছেন এই চরিত্রে।</p> <p>এর আগে ‘কড়ক সিং’ সম্পর্কে জয়া আহসান অবশ্য বলেছিলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটা গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন সিনেমাটির জন্য আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই রোমাঞ্চ কাজ করছিল। আমার সৌভাগ্য সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেক দিন ধরেই তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আমার।’</p>