<p>২০২৩ সালে সবচেয়ে আলোচিত টিভি সিরিজ ‘দ্য লাস্ট অফ আস।’ সিরিজটি ঘিরে দর্শক উন্মাদনা এতটাই যে প্রথম সিজন শেষ হওয়ার পরপরই এটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা। একাধিকবার বিভিন্ন প্রতিবেদনে সিরিজটির দ্বিতীয় সিজন সম্পর্কে তথ্য পাওয়া গেলেও তা নিয়ে শঙ্কায় ছিল অনুরাগীরা। বেশিরভাগ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের শুরুর দিকেই আসবে সিরিজটি। তবে সিরিজটির নির্মাণ সংস্থা এবার ঘোষণা দিয়েছে, ২০২৪ নয়- এরপরের বছর অর্থাৎ ২০২৫ সালে আসবে এর দ্বিতীয় সিজন।</p> <p>সম্প্রতি নিজেদের আসন্ন সিরিজগুলোর ঘোষণা করেছে স্ট্রিমিং জায়ান্ট এইচবিও ম্যাক্স। আর সেই ঘোষণায় ২০২৪ সালে নেই ‘দ্য লাস্ট অফ আস।’ বরং ২০২৫ সালের স্লটে দেখা মিলেছে সিরিজটির। অর্থাৎ অফিসিয়ালি ২০২৫ সালেই সম্প্রচারিত হবে সিরিজটির দ্বিতীয় সিজন। ২০২৪ সালে আসছে হাউজ অফ দ্য ড্রাগন, ট্রু ডিটেকটিভ : নাইট কান্ট্রি, দ্য রেজিম, এলিজাবেথ, দ্য সিম্পেথাইজার-এর মতো আলোচিত সিরিজ। এরপরের বছর আসছে দ্য হুয়াইট লোটাস, ইউফোরিয়া, ওয়েলকাম টু ডেরি এবং ‘দ্য লাস্ট অফ আস’-এর মতো সিরিজ। তাই বলতে গেলে ভক্তদের অপেক্ষা আরো বাড়িয়েই দিল এইচবিও ম্যাক্স।</p> <figure class="image"><img alt="1" height="338" src="https://hips.hearstapps.com/vidthumb/images/the-last-of-us-pedro-pascal-bella-ramsey-6411a106a922c.jpg?crop=1.00xw:1.00xh;0,0" width="600" /> <figcaption><sup><em>‘দ্য লাস্ট অফ আস’</em></sup></figcaption> </figure> <p>এ বছর অন্যতম জনপ্রিয় শো হিসেবে ‘দ্য লাস্ট অফ আস’ ব্যাপক আলোচনায় উঠে আসে। একটি মারাত্মক সংক্রমণে আধুনিক সভ্যতা ধ্বংস হওয়ার ২০ বছর পরের গল্পে নির্মিত সিরিজটি। সিরিজে এমন এক দুনিয়া দেখানো হয়েছে যেখানে জম্বি একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। এই টিভি সিরিজে জয়েল (পেড্রো পাসকেল) নিজের সব সামর্থ্য দিয়ে এলিকে (বেলা রামসে) নিরাপদে রাখার চেষ্টা করেন এবং তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার চুক্তি গ্রহণ করেন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পেড্রো পাসকেল এবং বেলা রামসে। মজার ব্যাপার হলো এই দুই চরিত্রকে দেখা গিয়েছিল সর্বকালের সেরা সিরিজ খ্যাত ‘গেম অফ থ্রোনস’-এ। ‘গেম অফ থ্রোনস’-এ তাদের অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করেছিল।</p> <p>সিরিজটির জন্য এমি নমিনেশনও পেয়েছেন বেলা রামসে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটি ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। ২০২৪ সালেই এটির দ্বিতীয় সিজন আসার ঘোষণা হয়। তবে হলিউডে লেখক-অভিনেতা ধর্মঘট ও সাগ-আফট্রার আন্দোলনের কারণে সিরিজটির নির্মাণ কাজ বন্ধ ছিল। বর্তমানে আবার শুরু হয়েছে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালেই দর্শকদের জন্য রোমাঞ্চকর যাত্রা নিয়ে আসবে ‘দ্য লাস্ট অফ আস।’</p>