<p>এই মুহূর্তে দুই বাংলায় সবচেয়ে আলোচিত ব্যাক্তি হচ্ছেন টলিউড অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জি। টলিউডের জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী, সংগীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন পরমব্রতকে। যা নিয়ে আলোচনায় মুখর অনলাইন। দুজনকে ঘিরে ব্যঙ্গ-বিদ্রূপও কম হচ্ছে না। তবে এসব আলোচনা-বিদ্রূপকে মোটেও আমলে নেননি পরমব্রত-পিয়া। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত তিনি। এই মুহূর্তে টলিউডের গন্ডি ছাড়িয়ে বলিউডেও দেখা মিলছে পরমব্রতের। পাচ্ছেন দর্শকপ্রিয়তাও। তবে শেকরটা বাংলায় হলেও বাংলার দর্শকদের প্রতি সন্তুষ্ট নন এই অভিনেতা। বরং শাহরুখ খানের উদাহরণ টেনে বাংলা সিনেমার দর্শকদের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলেই আখ্যায়িত করলেন তিনি! </p> <p>সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরমব্রত জানিয়েছেন, জওয়ান এবং পাঠানের মতো চলচ্চিত্রগুলি যদি বাংলায় তৈরি করা হয় তবে কেউ সেগুলি দেখবে না। পরমব্রতের মতে, বাঙালি দর্শকরা নাকি দুই মুখো! তারা হিন্দিতে তৈরি হওয়া শাহরুখ খান অভিনীত পাঠান এবং জওয়ান দেখতে হলে যাবে, উপভোগ করবে। কিন্তু বাংলায় সেই একই সিনেমা তৈরি হলে দেখবে না।</p> <figure class="image"><img alt="1" height="400" src="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/styles/medium_crop_simple/public/2023-11/406189887_18401469016049536_7599048553643443868_n.jpg?VersionId=Yh4gPmH7tyylTE8PJDrfuNOp9hzYFWmN&size=750:*" width="600" /> <figcaption><sub><em>নব বিবাহিত পরমব্রত-পিয়া</em></sub></figcaption> </figure> <p>সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে নানা কথা বলেছেন অভিনেতা। টলিউড এবং বলিউডে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি জানিয়েছেন তাঁর একটি আক্ষেপের কথা। কেউ নাকি তাঁর মজার দিকটা ব্যবহার করেন না। কমিক চরিত্র দেন না।</p> <p>পরমব্রত বলেন, ‘আমি রোহিত শেঠির সিনেমা ভীষণ পছন্দ করি। মজার সিনেমা দেখতেও ভালোবাসি। কিন্তু আমার এই দিকটা একেবারেই কেউ এক্সপ্লোর করেননি। আমার এই অংশটা আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ন।’</p> <p>এই মুহূর্তে নিজের বিয়ের কারণে তুমুল আলোচনায় রয়েছেন এই অভিনেতা। বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গেই বিয়ে সেরেছেন পরমব্রত। সোমবার পরমব্রতের যোধপুর পার্কের বাড়িতে বিয়ে হয় এই জুটির। কাছের ও ঘনিষ্ঠজনদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল সে রাতেই। তারপর মধ্যরাতে হঠাৎ কোমর-পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। সেই কষ্ট সহ্য করতে না পেরেই পরদিন হাসপাতালে ছুটতে হয় তাকে। তার পরেই সন্ধ্যার দিকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। তবে শারীরিক তেমন কোনো জটিলতা না থাকলেও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এই পরিস্থিতিতে সহকর্মী-বন্ধুদের নিয়ে বিয়ের পর যে অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যুগল, তা হয়তো এখনই সম্ভব হবে না।</p> <p>সর্বশেষ তথ্য অনুসারে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন পরমব্রত’র স্ত্রী পিয়া।</p> <p>সূত্র : টাইমস অফ ইন্ডিয়া</p>