<p>ক্যারিয়ারের শুরুটা একসঙ্গেই। দীর্ঘ তিন দশকের বন্ধুত্ব তাদের। মাঝে কয়েক বছর একে অন্যের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে পড়েছিলেন। মুখ দেখাদেখিও বন্ধ ছিল দুই তারকার। তবে সময়ের পরিক্রমায় সেই বরফ গলেছে। ফের বন্ধুত্বের সাগরে নৌকা ভাসিয়েছেন দুজন। কখনো ‘টাইগার’ হয়ে সালমান খান, কখনো ‘পাঠান’ হয়ে শাহরুখ খান। ভক্তদের কাছে দুজনেই যেন চিরপ্রতীক্ষার নাম।</p> <p>সম্প্রতি দর্শক উন্মাদনার সব বাঁধ ভেঙে দিয়ে একসঙ্গে পর্দায় এসেছেন টাইগার ও পাঠান। একে অন্যকে বাঁচাতে লড়েছেন। তবে দুই তারকার বন্ধুত্ব যতটা, তাদের ভক্তদের লড়াইও ততটাই জোরালো। শাহরুখ-সালমান মিলেমিশে একাকার হয়ে গেলেও ভক্তরা যেন মিলতেই চাইছেন না! দুজনের অনুরাগীদের লড়াই-বিতর্ক চলছেই। তবে এসব বিতর্ককে বরাবরই মাটিচাপা দিয়ে এসেছেন দুই খান। সম্প্রতি ফের ভক্তদের সতর্ক করলেন সালমান। </p> <p><img alt="1" height="521" src="https://i.zoomtventertainment.com/media/srk_sALMAN.jpg" width="600" /></p> <p>এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি সালমান খান তার বন্ধু শাহরুখের বিষয়ে জানান, ‘আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রির চেয়ে অফস্ক্রিন কেমিস্ট্রি (বাইরে বন্ধুত্ব) বেশি ভালো। আর সেই জন্যই আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটা ভালো লাগে।’</p> <p>ভক্তদের মাঝে চলমান বিবাদ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি আমার ভক্তদের সব সময় বলি, শাহরুখ তোমাদের ভাইজানের ভাইজান। শাহরুখের যেন কিছু না হয়। তাই এখন ওইসব বিবাদ আমার ভক্তরা আর করে না। তবে আমি এই নেগেটিভিটি এবং ট্রোলিং বুঝি না এত। আর যা বুঝি না সেটা নিয়ে এত ভাবি না। আমিও না, শাহরুখও না।’</p> <p>বিগত কয়েক বছর ধরেই চলছে দুই তারকার ভক্তদের এই লড়াই। চলতি বছর শাহরুখ খানের পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে। আর শাহরুখভক্তরাও নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। তবে থেমে নেই সালমানভক্তরা। এর আগে শাহরুখের পাঠানে সালমান খানের ক্যামিও উপস্থিতি সিনেমাটির হাইপ অনেক বাড়িয়ে দিয়েছে। পাঠানের সাফল্যের পর সালমানভক্তদের দাবি, সালমান খানের জন্যই পাঠান এত বড় সাফল্য পেয়েছে। সামাজিক মাধ্যমেও ব্যাপক কাদা ছোড়াছুড়ি লক্ষ করা গেছে তখন। অবশ্য সালমান খান নিজেই স্বীকার করেন, শাহরুখের সাফল্য শুধুই তার পরিশ্রমের অবদান। আর কারো নয়। এরপর জওয়ান মুক্তির পরও সালমানভক্তরা শাহরুখ খানের বক্স অফিস রেকর্ডকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সালমান খানের ‘টাইগার ৩’ শাহরুখের জওয়ানের রেকর্ড ভেঙে দেবে। যদিও ‘টাইগার ৩’ মুক্তির পর জওয়ানের রেকর্ডের চেয়ে বেশ পিছিয়েই আছে। আর এখন শাহরুখভক্তরাও নতুন করে আক্রমণে নেমেছেন। তাদের মতে, শাহরুখের ক্যামিও দিয়েই সালমানের ‘টাইগার ৩’ কোনো রকমে পার পেয়ে যাবে! কারো কারো মতে, শাহরুখ খানের রেকর্ডের কাছেই যেতে পারবেন না সালমান খান। </p> <p>শাহরুখ-সালমানের অনুরাগীদের দ্বন্দ্বে এখন টুইটারেও ট্রেন্ড করছে অদ্ভুত সব হ্যাশট্যাগ! কোথাও লেখা হচ্ছে ‘টাইগার কা বাপ পাঠান’, কোথাও আবার লেখা আছে, ‘পাঠান কা বাপ টাইগার’। কোথাও তো আরো ভয়ংকর সব হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। তবে ভক্তরা যতই লড়াই করুক, দুই খান কিন্তু বন্ধুত্বের চাদরেই ঢেকে রেখেছেন নিজেদের।</p>