<p style="text-align: justify;">চিরবিদায় নিলেন আলোচিত নায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী। এই অভিনেত্রীর কল্যাণে তার নানা সবার কাছে পরিচিত মুখ ছিলেন। পরীমণির ব্যক্তিগত ও সামাজিক কাজের মাধ্যমে নামাতে চিনতেন সবাই। একই সঙ্গে শামসুল হক গাজী বেশ কয়েকবছর ধরে তার প্রিয় নাতনি পরীমণির সঙ্গে থাকতেন।<br /> যদিও বিভিন্ন সাক্ষাতকারে পরীমণি জানিয়েছেন ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তিনি নানার কাছেই বড় হয়েছেন।</p> <p style="text-align: justify;">জানা যায়, বৃহস্পতিবার রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান পরীমণির নানা (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।  </p> <p style="text-align: justify;">তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এক ফেসবুক পোষ্টের মাধ্যমে এই নির্মাতা জানান, ‘পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণির নানুভাইকে নিয়ে এখন তাঁর নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।’</p> <p style="text-align: justify;">এই নির্মাতা আরও জানান, পরীমণির নানার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে নেওয়া হচ্ছে।</p>