<p>জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সকাল নাগাদ খবরটা চাউর হতেই জানা যায়, মধ্যরাতে ‘প্রেমঘটিত’ কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।</p> <p>যদিও আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গত রাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ।’</p> <p>তবে সুস্থ হলেও কাল রাত থেকে ভালোই ভুগতে হয়েছে এই অভিনেত্রীকে। তাঁর বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুরুতে এই অভিনেত্রীকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে রাতেই নেওয়া হয় রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে। </p> <p>আজ সকালে সেই হাসপাতালে গিয়ে প্রথমে জানা যায়, তানজিন তিশাকে রাখা হয়েছে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। পরে জানা যায়, সিসিইউ নয়, তাঁকে ছয়তলার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তবে ভিন্ন নামে। হাসপাতালের কয়েকজন কর্মী নাম না প্রকাশ করার শর্তে জানান, তানজিন তিশাকে ‘নাহার’ নামে ভর্তি করা হয়েছে। তাঁকে আড়াল করতেই এই চেষ্টা।</p> <p>প্রসঙ্গত তানজিন তিশার ফেসবুক আইডির পুরো নাম দেওয়া তানজিন নাহার তিশা। </p> <p>এ দিকে হাসপাতালের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালেই তানজিন তিশাকে দেখতে একদফা হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। সেখানে গেলে তিশার বোনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। পরে ফারহান চলে যান। </p> <p>তানজিন তিশার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দুপুরের আগে তিশাকে ১৩ তলায় কেবিনে স্থানান্তর করা হয়। দুপুরের পরপরই হাসপাতাল থেকে বাসায় যান। বাসায় ফিরেই ফেসবুকে পুরো ঘটনা জানিয়ে পোস্ট দেন তিনি।</p> <p>বর্তমানে তিশা সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর কাছের বেশ কয়েকজন নির্মাতা। খুব দ্রুতই কাজেও ফেরার ইচ্ছা আছে তাঁর।</p> <p>বিষয়টি নিয়ে কথা বলেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, বুধবার মধ্যরাতে বুকে ব্যথার কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিশাকে। সেখান থেকে তাঁকে রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। </p> <p>বিষয়টি নিয়ে অফিশিয়ালি বক্তব্য দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির বরাত দিয়ে সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান তাঁর ফেসবুকে লিখেছেন, অভিনয়শিল্পী তানজিন তিশা গত রাতে হঠাৎ করে অসুস্থ হলে তাঁকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।</p>