<p>মঙ্গলবার পঞ্চমবারের মতো সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার হাতে তুলেছেন জয়া আহসান। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর মতো সাফল্য আর কোনো অভিনেত্রী পাননি। এ বছর পুরস্কার পেয়েছেন ‘বিউটি সার্কাস’-এ অভিনয়ের জন্য।</p> <p>তাঁর সঙ্গে যৌথভাবে সেরার পুরস্কার পেয়েছেন ‘শিমু’ অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।</p> <p>এর আগে গেরিলা (২০১১), চোরাবালি (২০১২), জিরো ডিগ্রি (২০১৫), দেবী (২০১৮) ছবির জন্যও সেরার পুরস্কার পেয়েছিলেন জয়া।</p>