<p>গতকাল বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে বসেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর আসর। এই পুরস্কার প্রদান উপলক্ষে শিল্পীরা আনন্দ-উল্লাসে এক অন্যরকম সময় পার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। পুরস্কার প্রদানের পরপরই যথারীতি শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। যেখানে একটি গানে অংশ নিয়েছিলেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সামনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করে উচ্ছ্বসিত আদর।</p> <p>তিনি বলেন, এটা আমার জন্য খুব সৌভাগ্যের একটি ব্যাপার। প্রধানমন্ত্রীর কাছ থেকে দুই আড়াই মিনিট সময় নেওয়া, তার সামনে পারফর্ম করা। তিনি খুব মনোযোগ সহকারে দেখছিলেন আর মিষ্টি একটা হাসি দিচ্ছিলেন। এটা আমার কাছে অনেক কিছু, যেটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। উনি খুব উপভোগ করছিলেন। আমি ভিডিও টা বারবার দেখছিলাম।</p> <p>তিনি আরও বলেন, আমার তো সিনেমা রিলিজ হলো মাত্র ১ বছর হলো। আগে থেকে কাজ করলেও আমার তালাশ মুক্তির মাত্র এক বছর হলো এর মধ্যে বাংলাদেশের সব থেকে বড় মাধ্যম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরাদের সাথে পারফর্ম করাটা ভাগ্যের ব্যাপার। </p> <p>অনুষ্ঠানে নাচ ও গানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। সাংস্কৃতিক আয়োজনে আরও অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া, তমা মির্জা, মাহিয়া মাহি। একক গানে নেচেছেন তারা। আর যৌথভাবে পারফর্ম করেছেন সাইমন সাদিক ও দিঘী, জায়েদ খান ও আঁচল এবং সোহানা সাবা ও গাজী আবদুন নুর। </p>