<p>২০ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে মার্টিন স্কোরসেজি পরিচালিত চলচ্চিত্র ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন হলিউড মেগাস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। ডিক্যাপ্রিও এবং মার্টিন স্কোরসেজির টানা পাঁচটি বক্স অফিস সাফল্যের পর এই চলচ্চিত্রটি ঘিরেও দর্শক প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে তাণ্ডব চালাতে না পারলেও আয়ের গ্রাফ ধরে রেখেছে সিনেমাটি। মুক্তির ১৫ দিন পর বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করেছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। সিনেমাটি ২০০ মিলিয়ন বাজেটে নির্মিত হয়েছে।</p> <p>ক্রাইম ড্রামা জনরার চলচ্চিত্রটি অ্যাপল, প্যারামাউন্ট এবং ইম্পারেটিভ এন্টারটেইনমেন্ট-এর যৌথ প্রযোজনায় নির্মিত, যার বর্তমান বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০২.১ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৪৫.৩ মিলিয়ন দেশীয় বাজার এবং ৫৬.৮ মিলিয়ন আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে। </p> <p>বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটির শীর্ষ বিদেশি বাজারগুলো যথাক্রমে যুক্তরাজ্য (৮ মিলিয়ন), ফ্রান্স (৭ মিলিয়ন), জার্মানি (৪.৫ মিলিয়ন), ইতালি (৪.১ মিলিয়ন), স্পেন (৩.৫ মিলিয়ন), অস্ট্রেলিয়া (৩ মিলিয়ন), নেদারল্যান্ডস (১.৮ মিলিয়ন), মেক্সিকো (১.৮ মিলিয়ন), ব্রাজিল (১.৫ মিলিয়ন) এবং মধ্যপ্রাচ্য (প্রায় ১ মিলিয়ন)।</p> <p>8 নভেম্বর ডিজনি/মার্ভেলের ‘দ্য মার্ভেলস’ মুক্তির আগে আর কোনো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে না। যার ফলে বক্স অফিসে কিছুটা সময় পাচ্ছে স্কোরসেজি-ক্যাপ্রিও জুটির সিনেমাটি। তবে টেলর সুইফটের কনসার্ট ফিল্মটি অপ্রত্যাশিতভাবে দুর্দান্ত ব্যবসা করছে বক্স অফিসে, যার ফলে বেশ কিছু অঞ্চলে পিছিয়ে পড়েছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।</p> <figure class="image"><img alt="1" height="361" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Binodon/March%203/Lily-Gladstone-Leonardo-DiCaprio-in-Killers-of-the-Flower-Moon_Courtesy-of-Apple.jpg" width="600" /> <figcaption><em><sup>কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’</sup></em></figcaption> </figure> <p>যদিও স্কোরসেজি-ক্যাপ্রিও জুটির চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে জাদু দেখাচ্ছে ধীরগতিতে, তবে দর্শক-সমালোচকদের কাছে বেশ পজিটিভ সাড়া পেয়েছে সিনেমাটি। তবে সিনেমার রানটাইম দীর্ঘ হওয়ায় এর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলেও ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। এ ছাড়া সিনেমাটির প্রচারণায় কমতি থাকায় বক্স অফিসে এর প্রভাব পড়েছে। হলিউডে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে চলা লেখক-অভিনয়শিল্পীদের ধর্মঘটের কবলে পড়েই মূলত প্রচারণায় বাধাগ্রস্ত হয়েছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। তবে সিনেমাটির ধীরগতির আয়েও বেশ সন্তুষ্ট অ্যাপল। মূলত সিনেমাটি ঘিরে অস্কারে প্রতিযোগিতা এবং ব্র্যান্ডের প্রচারণাই মূল লক্ষ্য অ্যাপলের।</p> <p>‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ এই বছরের কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে প্রশংসিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ২০১৭ সালে প্রকাশিত ডেভিড গ্রানের লেখা বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন : দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’-এর ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ১৯২০-এর দশকে উত্তর-পূর্ব ওকলাহোমাভিত্তিক ওসেজ নেশনের সদস্যদের ঘিরে নির্মিত হয়েছে এটি, যারা অশুভ কারণে খুন হচ্ছে। নবগঠিত এফবিআই কর্মকর্তা তদন্ত করতে ঘটনাস্থলে আসেন এবং একটি ভয়ংকর অপারেশন উন্মোচন করেন। এমন গল্পই তুলে ধরেছেন স্কোরসেজি।</p> <p>সূত্র : ডেডলাইন</p>