<p>ভারতের বেনারস শহরে চলছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুটিং। সেখানে শুটিংয়ে অংশ নিতে গত ২৫ অক্টোবর দেশ ছাড়েন অভিনেতা শাকিব খান। সেখানে পৌঁছেই বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত এই অভিনেতা। তবে এর মধ্যেই দিলেন নতুন খবর। জানালেন, ভারতে মুক্তি পেয়েছে তার সিনেমা। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে আজ। ভারতের তিন রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।</p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর জানিয়ে ভারতীয় সিনেমাপ্রেমীদের সিনেমাটি দেখার আহ্ববান জানান শাকিব খান। ভারতে ‘প্রিয়তমা’ মুক্তির হল লিস্টের একটি ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, আজ ভারতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। সেখানকার বাংলা ভাষাভাষী সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইলো।</p> <p>স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরও জানানো হয়, দেশ-বিদেশের সবার ভালোবাসায় সিক্ত হয়ে ৩ নভেম্বর (শুক্রবার) কলকাতা, আসাম, ত্রিপুরায় মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। ত্রিপুরার হলের তালিকা পরে জানানো হবে! কলকাতার কিছু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে নভেম্বরের ১০ তারিখ।</p> <p>‘প্রিয়তমা’ সিনেমাটি আপতত ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের ৩০টির বেশ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।</p> <p>‘প্রিয়তমা’সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি বছরের জুলাই মাসে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর দেশেও বেশ ভালো ব্যবসা করে এটি।</p> <p>তবে ইতোমধ্যে অনেকে সিনেমাটি ঘরে বসে দেখে ফেলেছেন। অর্থাৎ গত ২২ অগাস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ এসেছে সিনেমাটি।</p> <p>‘প্রিয়তমা’র কাহিনি লিখেছেন ফারুক হোসেন। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছে আরশাদ আদনান।</p>