<article> <p>আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এতে গাইবেন কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পী। ‘সারপ্রাইজ’ হিসেবে থাকবেন নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমসসহ কয়েকজন শিল্পী। অতিথি শিল্পী হয়ে তাঁরা কোক স্টুডিওর সঙ্গে যুক্ত হবেন।</p> </article> <article> <p>এবারের কনসার্টে গান করবেন শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। তৃতীয় আসরের প্রস্তুতি নিচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’ কর্তৃপক্ষ। এর আগে দ্বিতীয় সিজনের শিল্পীদের নিয়ে হবে এই কনসার্ট।</p> </article>