<p>ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমির বিয়ে সম্পন্ন হয়েছে। কনের নাম সিলিয়া চৌধুরী। বিজিএমই বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন হিমির স্ত্রী সিলিয়া। ২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।</p> <p>দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের তানজিন তিশা, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার, গীতিকার আসিফ ইকবালের মতো তারকারা উপস্থিত ছিলেন।</p> <p><img alt="1" height="720" src="https://www.deshrupantor.com/assets/news_images/2023/09/28/Mahmudur-Rahman-Hime-Biye-2.jpg" width="500" /></p> <p>বিয়ের প্রসঙ্গে মাহমুদুর রহমান হিমি বলেন, ‘সব কিছু হুট করেই হয়ে গেল। পরিবার থেকে অনেক দিন ধরেই বিয়ের কথা বলছিল। তারা নিজেরাই পাত্রী দেখছিলেন। সিলিয়া ও আমি দুজনই একই এলাকার, যশোরের। পরিবারের পছন্দ হলে আমরা দুজন কথা বলি, দেখা করি। পরিবারের পছন্দেই আমি সম্মতি দিয়েছি। বিয়ের অনুষ্ঠান ছোট করে করায় অনেককেই বলতে পারিনি। তা ছাড়া সময়েরও একটা ব্যাপার ছিল। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়াপ্রার্থী।’</p> <p>দুই পরিবারের পছন্দে বাগদান সারেন হিমি-সিলিয়া। গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে গায়েহলুদ সম্পন্ন হয়।</p> <p>মাহমুদুর রহমান হিমি অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘হাউজ নং ৯৬’, ‘রুদ্র আসবে বলে’, ‘কেন’, ‘আলো’, ‘মেরুন’, ‘২১ বছর পরে’, ‘পথে হলো দেখা’ প্রভৃতি।</p>