kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

প্রকাশ পেয়েছে অনিক সাহানের ‘মিনতি’

বিনোদন প্রতিবেদক   

২৪ নভেম্বর, ২০২২ ২০:১৬ | পড়া যাবে ১ মিনিটেপ্রকাশ পেয়েছে অনিক সাহানের ‘মিনতি’

অনিক সাহান ও সিনহা নূর

গায়ক অনিক সাহান সম্প্রতি প্রকাশ করেছেন তার ‘মিনতি’ শিরোনামের নতুন মৌলিক গান।  

‘মিনতি’ গানটির রচয়িতা ও সুরকার অনিক নিজেই। এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অনিক সাহান ও সিনহা নূর।  

গানটি প্রসঙ্গে অনিক সাহান বলেন, ‘গানটি আমি রাতারাতি লিখেছি।

বিজ্ঞাপন

এই গানটি ফোক ধাঁচের একটি রোমান্টিক গান। আশা করি সবার ভালো লাগবে। ’

‘অনিক সাহান’ নামে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।  সাতদিনের সেরা