kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

অন্যকে খুশি করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না : পূজা চেরি

অনলাইন ডেস্ক   

২ অক্টোবর, ২০২২ ১৪:২১ | পড়া যাবে ১ মিনিটেঅন্যকে খুশি করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না : পূজা চেরি

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

চলচ্চিত্রপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দেশের শীর্ষ নায়কের সঙ্গে নায়িকার প্রেম, সেই প্রেম নিয়ে বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে অন্য নায়িকার অপ্রীতিকর ঘটনা, বেবি বাম্পসহ নায়িকার ফেসবুক পোস্টসহ বিভিন্ন ঘটনা। ঠিক এমন একসময় ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে ঘিরেও বেশ কিছু গুঞ্জন উচ্চারিত হচ্ছে ফিল্মপাড়ায়।

এমন খবরও রটেছে, পূজা চেরি কারো সঙ্গে যোগাযোগ করছেন না, কারো ফোনও ধরছেন না। গত কয়েক দিন ফেসবুকেও সরব ছিলেন না পূজা চেরি।

বিজ্ঞাপন

তবে আজ রবিবার নিজের কয়েকটি ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘যে মুহূর্তে আপনি সব কিছু নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেবেন তখন সেগুলো আরো সুন্দর হয়ে উঠবে। অন্যকে খুশি করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না...’

এদিকে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'হৃদিতা' মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর। দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকার ভিসাও পেয়েছেন পূজা চেরি।সাতদিনের সেরা