kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন সুরিয়া-অজয়

বিনোদন ডেস্ক   

১ অক্টোবর, ২০২২ ১১:০৫ | পড়া যাবে ২ মিনিটেজাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন সুরিয়া-অজয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন সুরিয়া ও অজয় দেবগন

ভারতীয় চলচ্চিত্রশিল্পের জন্য শুক্রবার (৩০ সেপ্টেম্বর) একটি বড় দিন ছিল। শুক্রবার ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তামিল অভিনেতা সুরিয়া তাঁর সিনেমা ‘সুরারাই পতরু’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

বহুল প্রশংসিত সিনেমাটি এই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একাধিক বিভাগে জিতেছে।

বিজ্ঞাপন

সুধা কোঙ্গারা পরিচালিত ও সুরাইয়া এবং গুনীত মঙ্গা প্রযোজিত সিনেমাটি যথাক্রমে পাঁচটি বিভাগে মনোনীত হয়েছে এবার। সুরিয়ার বিপরীতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান অপর্ণা বালামুরালি। এ ছাড়া সেরা ফিচার ফিল্ম, সেরা চিত্রনাট্য এবং সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর জিতেছে ‘সুরারাই পতরু’।  

অনুষ্ঠানে সুরিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী জ্যোতিকা। জ্যোতিকা ‘সুরারাই পতরু’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সিনেমাটির জন্য সেরা ফিচার ফিল্মের পুরস্কার গ্রহণ করেন জ্যোতিকা।

পুরস্কার হাতে পরিবারের সঙ্গে সুরিয়া ও জ্যোতিকা

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুরিয়া বলেন, অনুষ্ঠানে তিনি অনেক আবেগী হয়ে পড়েছিলেন। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, 'এটি বিশাল সম্মান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি এবং ভারত সরকারের প্রতি সত্যিই কৃতজ্ঞ আমি। আমার মনে অনেক আবেগ বয়ে যাচ্ছে। সত্যিই এটি এমন একটি মুহূর্ত, যা আমি কখনোই ভুলব না। '

‘তানহাজি : দ্য আনসাং হিরো’

সুরিয়ার সঙ্গে বলিউড অভিনেতা অজয় দেবগনও সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ‘তানহাজি : দ্য আনসাং হিরো’তে অভিনয়ের জন্য পুরস্কার জেতেন অজয়। সিনেমাটি ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল একটি সিনেমা ছিল।

সূত্র : পিঙ্ক ভিলা।সাতদিনের সেরা