kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

প্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান! (ভিডিওসহ)

বিনোদন প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪১ | পড়া যাবে ২ মিনিটেপ্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান! (ভিডিওসহ)

বুবলী ও শাকিবের সঙ্গে শেহজাদ খান!

শবনম ইয়াসমিন বুবলী মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করেছিলেন দুটি বেবি বাম্পের ছবি। এরপর নানা প্রশ্ন তৈরি হয় দেশীয় চলচ্চিত্রপাড়ায়। এরপর ওই দিনই রাতে কার্যত বুবলী স্বীকার করেন তিনি মা হয়েছেন।  বিষয়টির চূড়ান্ত সত্যতা পাওয়া গেল শুক্রবার সকালে।

বিজ্ঞাপন

এদিন প্রকাশিত হয় শাকিব-বুবলীর ছেলে শেহজাদের ছবি।  

শাকিব ও বুবলীর ঘনিষ্ঠ সূত্র থেকেই এই ছবি গণমাধ্যমের হাতে আসে, ছবি প্রকাশের বিষয়ে বুবলী ও শাকিবের সম্মতি ছিল। বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন চলচ্চিত্রের আলোচিত এই দুই অভিনয়শিল্পী।  

বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন।  

মঙ্গলবার রাতে মা হওয়া প্রসঙ্গে বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’ কিছু ব্যাপার আর কিছু সময় চাওয়া দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে ফেলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে কি বুবলীও অপুর পথেই হাঁটতে যাচ্ছেন, তৈরি হয়েছে এমন প্রশ্ন।  এখন অপেক্ষা বুবলী কবে সব কিছু ক্লিয়ার করবেন।   

২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই শাকিব খান-অপুর বিবাহ ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে অপু বিশ্বাসই দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন। নিউজ টুয়েন্টিফোর চ্যানেলে এসে লাইভে শাকিবের সঙ্গে নিজের সম্পর্কের কথা, সন্তানের কথা বলতে বাধ্য হন অপু বিশ্বাস।

২০১৮ সালের ১২ মার্চ  শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন।   

চলচ্চিত্রে শাকিবের নিয়মিত জুটি হন বুবলী। ফলে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের বিষয়টি জোরালো হয়। বেশ কয়েকটি সিনেমা জুটি বেঁধে করেন তাঁরা। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলী। জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে। ১১ মাস নিভৃতে ছিলেন। ওই সময় শোনা যায় বুবলী অন্তঃসত্ত্বা। সন্তান জন্ম দেওয়ার জন্যই নিউ ইয়র্ক গেছেন। পরে চলচ্চিত্রপাড়ার বাতাসে শোনা যায় বুবলী মা হয়েছেন, বাবা হয়েছেন শাকিব।সাতদিনের সেরা