kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

এসএ টিভিতে নাটক ‘পুষ্প কথা’

বিনোদন প্রতিবেদক    

২৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪১ | পড়া যাবে ১ মিনিটে এসএ টিভিতে নাটক ‘পুষ্প কথা’

পুষ্প কথা নাটকের একটি দৃশ্য

সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘পুষ্প কথা’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। এতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও কাজল রায়হান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জাহিদ হাসান।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার রাত ৮টায় এসএ টিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। স্পটলাইট পিআরের সৌজন্যে নাটকটির টাইটেল স্পন্সর ‘রয়্যাল ক্যাফে’।

‘পুষ্প কথা’ নাটকে মৌসুমী হামিদ, আশিক চৌধুরী ও কাজল রায়হান ছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জল, রেবেকা রৌফসহ আরো অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হাসান বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘পুষ্প কথা’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি নাটকটি দর্শকরা উপভোগ করবেন। ’

উল্লেখ্য, গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করা হয়। খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।সাতদিনের সেরা