kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

আসছে মেগা ব্লকবাস্টার

এক ফ্রেমে বলিউড-দক্ষিণের বড় তারকারা, সঙ্গে ক্রিকেটার!

বিনোদন ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৫ | পড়া যাবে ২ মিনিটেএক ফ্রেমে বলিউড-দক্ষিণের বড় তারকারা, সঙ্গে ক্রিকেটার!

আসছে মেগা ব্লকবাস্টার

বর্তমানে বলিউড আর দক্ষিণী সিনেমার মধ্যে একটা মৌন সংঘর্ষ চলছে এটা কমবেশি সব সিনেপ্রেমীই জানেন।  একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে বলিউডকে ঘায়েল করছে দক্ষিণী সিনেমা। একদিকে যেমন এই দৃশ্য দেখা যায়, তেমনি আরেকটি দৃশ্যও চোখে পড়ে প্রায়ই। সেটি হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার।

বিজ্ঞাপন

বলিউডের সিনেমায় যেমন দক্ষিণী তারকাদের উপস্থিতি লক্ষ করা যায়, তেমনি দক্ষিণী সিনেমাতেও এখন বলিউডের বড় বড় তারকা হাজির হচ্ছেন। আবারও এমনই একটি মেলবন্ধন দেখা গেল সম্প্রতি। দীপিকা পাড়ুকোনের পাশে এবার রশ্মিকা মন্দানা! 

শুধু তাঁরাই নন, নতুন এই উদ্যোগে শামিল কার্থি, তৃষ্ণা কৃষ্ণাণ আর বলিউডের কৌতুক শিল্পী কপিল শর্মা। রয়েছেন সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মার মতো ক্রিকেট তারকাও। তালিকা শুনে একপ্রকার শিহরিতই হয়ে গেছেন সিনেমাপ্রেমীরা। তাহলে কি দীপিকা-রশ্মিকার সঙ্গে রোমান্স করবেন সৌরভ-রোহিত শর্মাও? শুরু হয়ে গেছে অপেক্ষার দিন গোনা।

গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দীপিকা পাড়ুকোন অনলাইনে একটি পোস্ট দিয়েছেন, যা মূলত একটি পোস্টার। গোলাপি সালোয়ার-ওড়নায় দীপিকা। নিচে লেখা, ‘মেগা ব্লকবাস্টার’। ৪ সেপ্টেম্বর ট্রেইলার প্রকাশ হবে বলে লেখা রয়েছে পোস্টারে।

একই ডিজাইনের পোস্টার বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পোস্ট করেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি লিখেছেন, ‘শ্যুটিং করে মজা পেয়েছি। ’ রশ্মিকা মন্দানাও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মজার জিনিস’। রশ্মিকা, দীপিকার মতো একই পোস্টার অনলাইনে পোস্ট করেছেন কপিল শর্মা, তৃষ্ণা কৃষ্ণাণ, কার্তি এবং ক্রিকেটার রোহিত শর্মা। তৃষ্ণা লেখেন, ‘আর শান্ত থাকতে পারছি না। ’ কার্তির পোস্টে লেখা, ‘আরো জানতে নজর রাখুন। ’

এত তারকাকে একসঙ্গে পর্দায় দেখা সত্যিই রোমাঞ্চকর! কিন্তু ঠিক কী করবেন তাঁরা? টিভি শো, সিরিজ, নাকি অন্য কোনো প্রচারমূলক ভিডিও! তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউ।

সম্প্রতি দক্ষিণী তারকাদের সঙ্গী করে বিভিন্ন কাজে হাত দিচ্ছেন বলিউডি তারকারা। চিরঞ্জীবির তেলেগু সিনেমায় অভিনয় করছেন সালমান খান। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন নয়নতারা ও বিজয় সেতুপাথি। পরিচালনা করছেন অ্যাটলি। তিনিও দক্ষিণের। এবার দীপিকার সঙ্গে ‘পুষ্পা’খ্যাত রশ্মিকা মন্দানা। দেখা যাক ভারতের অন্যতম দুই ইন্ড্রাস্টির এই বন্ধুত্বপূর্ণ সংযোগ কতটা ফলপ্রসূ হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়াসাতদিনের সেরা