kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখে ‘লাল সিংহ চাড্ডা’র প্রশংসা

বিনোদন ডেস্ক   

১৫ আগস্ট, ২০২২ ১৪:৩৯ | পড়া যাবে ২ মিনিটেপাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখে ‘লাল সিংহ চাড্ডা’র প্রশংসা

আমির খান ও ভগবন্ত মান

‘লাল সিংহ চাড্ডা’ বয়কটের স্লোগানে যখন উত্তাল পাঞ্জাবের জালন্ধর, ঠিক তখনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর গলায় শোনা গেল উল্টো সুর।

একাংশের দাবি ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে এই ছবি, কিন্তু মুখ্যমন্ত্রী তা মানতে নারাজ। আমিরের প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী ভগবন্ত। রবিবার ‘লাল সিংহ চাড্ডা’দেখেন তিনি।

বিজ্ঞাপন

আর ছবি দেখেই নায়ককে নিজের ভালো লাগার কথা জানান।

তিনি লেখেন,‘আজই সুযোগ পেলাম লাল সিংহ চাড্ডা ছবিটি দেখার। যে ছবি পারস্পরিক ভ্রাতৃত্ববোধের কথা বলে। মানুষের মননে ঘৃণার বীজ বপণ না করার বার্তা দেয়। ’ আমির খান এবং তাঁর গোটা টিমকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি।

ছবি মুক্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কের ঝড় ওঠে আমিরের নতুন ছবিকে কেন্দ্র করে। একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদও জানায়। এই বয়কটের প্রভাব পড়েছে বক্স অফিসেও।

১১ অগস্ট, বৃহস্পতিবার যে দিন মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘লাল সিংহ চাড্ডা’, সে দিন বক্স অফিসের সংগ্রহ ছিল সাড়ে ১১ কোটি টাকা। সুবিধার বিষয় একটাই, সে দিন ছিল পার্সি নববর্ষ। ছুটির দিন। কিন্তু তার পর শুক্রবারই ছবির আয় কমে গেল ৩৭ শতাংশ! ঝুলিতে এল মাত্র সওয়া সাত কোটি।

সূত্র-আনন্দবাজারসাতদিনের সেরা