kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

‘তুমি হবে সেরা মা’, পরীমনিকে রাজ

অনলাইন ডেস্ক   

১৩ আগস্ট, ২০২২ ১৬:১২ | পড়া যাবে ২ মিনিটে‘তুমি হবে সেরা মা’, পরীমনিকে রাজ

গত বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জন্মের এক দিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন পরী-রাজ দম্পতি। এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় সাত দিনের পরিচয় ও প্রেমের পর বিয়ে হয় রাজ-পরীর।

বিজ্ঞাপন

বিয়ের পর প্রথমবারের মতো বাবা-মা হওয়ার আনন্দে  এখনো বুঁদ হয়ে আছেন এই তারকা দম্পতি। এবার স্ত্রী পরীমনিকে উদ্দেশ করে রাজ বললেন, ‘তুমি হবে সেরা মা। '

গতকাল শুক্রবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র রাজ্য ও স্ত্রী পরীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন চিত্রনায়ক রাজ। সেই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, 'তুমি আমার জীবনে কতটা সুখ নিয়ে এসেছো তা আমি পরিমাপ করতে পারবো না। জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়াটা আশীবার্দস্বরূপ। তবে তোমার সঙ্গে দেখা হয়েই আমার জীবনের মোড় পাল্টে গেছে। তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং আমি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি। তুমি হবে সেরা মা। '

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। তাদের বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসে চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জনসম্মুখে প্রকাশ করেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।সাতদিনের সেরা