kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

ছেলে রাজ্য’র ছবি প্রকাশ করলেন পরীমনি

অনলাইন ডেস্ক   

১১ আগস্ট, ২০২২ ১১:০৪ | পড়া যাবে ১ মিনিটেছেলে রাজ্য’র ছবি প্রকাশ করলেন পরীমনি

ছেলে রাজ্যকে বুকে নিয়ে পরীমনি

জন্মের কয়েক ঘণ্টা পরেই সন্তানের ছবি প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ছেলেকে বুকে নিয়ে শুয়ে থাকার ছবিটি প্রকাশ করেন।

সন্তানের প্রথম ছবির সাথে নামও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য।

বিজ্ঞাপন

তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র। ’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের সাথে নিজের বিয়ের সংবাদ জানান তিনি। সেই সাথে অনাগত সন্তানের খবরটিও জানান সাংবাদিকদের। গতকাল বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি।  সাতদিনের সেরা