kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রীর সঙ্গে হিরো আলম

বিনোদন প্রতিবেদক   

১০ আগস্ট, ২০২২ ১৬:০৯ | পড়া যাবে ২ মিনিটেজাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রীর সঙ্গে হিরো আলম

সুনেরাহ বিনতে কামাল ও আশরাফুল আলম (বাম থেকে)

হিরো আলমের সঙ্গে দেখা গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে। মঙ্গলবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল নিজের ফেসবুকে লিখেছেন, দেশি লোক হিরো আলম।

কেন একসঙ্গে এই দুজন? চলচ্চিত্রভক্তদের মনে প্রশ্ন জেগেছে এ নিয়ে। হিরো আলমের সঙ্গে কোথায়, কেন, কী কারণে একসঙ্গে- এ বিষয়ে ফেসবুকে স্পষ্ট কিছু জানাননি সুনেরাহ।

বিজ্ঞাপন

তবে বিষয়টি পরিষ্কার করলেন হিরো আলম। বুধবার বিকেলে কালের কণ্ঠকে বললেন, ‘সুনেরাহ আমার দেশি লোক। আমাদের একই জেলায় বাড়ি। তার বাড়ি আদমদীঘি আর আমার বাড়ি বগুড়া সদরে। সুনেরাহ নিজেই আমার সঙ্গে ছবি তুলেছেন। বিষয়টি আমার ভালো লেগেছে। দেশি লোক হিসেবে তিনি আমার ছবি তুলেছেন। ’

সুনেরাহর সিনেমা দেখেছেন কি না এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘হ্যাঁ আমি তো দেখছি। আর আমার তিনটা সিনেমার নাম তাঁকে বলেছি। ’

সুনেরাহ বিনতে কামালের সঙ্গে আশরাফুল আলম ওরফে হিরো আলমের দেখা হয়েছিল একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে। খানে আলম একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সুনেরাহ বিনতে কামালও অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।

হিরো আলমের সঙ্গে ছবি তোলা প্রসঙ্গে সুনেরা বিনতে কামাল বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে একটি টেলিভিশনের অফিসে দেখা হয়েছিল। সেখানে কথা হয়েছে। বেশ ভালো ভালো কথা বললেন তিনি। আর আমাদের একই জেলায় বাড়ি, স্বাভাবিকভাবেই কথা হলো। ’

সুনেরা বিনতে কামালের অভিষেক চলচ্চিত্র ন ডরাই (২০১৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।সাতদিনের সেরা