kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

প্রেমকান্তের প্রতি সমবেদনা জানালেন শিমুল

বিনোদন প্রতিবেদক   

৯ আগস্ট, ২০২২ ১৭:৩৯ | পড়া যাবে ২ মিনিটেপ্রেমকান্তের প্রতি সমবেদনা জানালেন শিমুল

প্রেমকান্ত ও শিমুল শর্মা

সম্প্রতি ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত বরগুনার এক তরুণীর প্রেমে বাংলাদেশে ছুটে আসেন। প্রেমকান্তর দাবি, ওই তরুণীর সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক।

প্রেমিকার বর্তমান প্রেমিকের হাতে মারধরের শিকারও হয়েছেন বলে গণমাধ্যমকে তিনি জানান। ব্যর্থ হয়ে প্রেমকান্ত গত শনিবার (৬ আগস্ট) বরগুনা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

তামিলনাড়ু থেকে আসা যুবককে নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন ব্যাচেলর পয়েন্ট অভিনেতা শিমুল শর্মা। ওই খোলা চিঠিতে ভগ্ন হৃদয়ের প্রেমকান্তর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন শিমুল।

প্রিয় প্রেমকান্ত ভাই সম্বোধন করে শিমুল লিখেছেন, আপনি আশাহত হবেন না, যুগে যুগে আপনার মতো বহু প্রেমিক আহত হয়েছে প্রেমিকার কাছে- নিজ দেশে, বিদেশে অথবা নিজ শহরে।

প্রেমকান্তের উদ্দেশে শিমুল বলেন, হয়তো আপনি ইউরোপ অথবা কোনো ফর্সাদের দেশ থেকে এলে এমনটা হতো না, শুধু মনে রাখবেন 'আপনি সকল প্রেমিকদের উদাহরণ'- দিন শেষে ভালো মানুষদের জয় হয়, জয় হয় ভালোবাসার। যাই হোক, যেখানেই থাকবেন ভালো থাকবেন, একটা ভালো মানুষ পেলে নিজ শহরে বিয়ে করে ফেলবেন।  

প্রেমকান্তদের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, আপনি ও আপনার মতো প্রেমিকদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা থাকবে সারা জীবন।

কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের একটি আলোচিত চরিত্র শিমুল।  

 সাতদিনের সেরা