kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

নেশা করে লাইভে এসে অভিনেতার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক   

৯ আগস্ট, ২০২২ ১৭:০৩ | পড়া যাবে ১ মিনিটেনেশা করে লাইভে এসে অভিনেতার আত্মহত্যার চেষ্টা

স্ত্রী, শাশুড়িকে কাঠগড়ায় তুলেছেন শৈবাল ভট্টাচার্য

কলকাতার অভিনেতা শৈবাল ভট্টাচার্য আত্মহত্যার চেষ্টা করেছেন। শৈবালের এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে স্টুডিওপাড়ায়। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ তিনি।

‘আমার দুর্গা’ থেকে ‘প্রথমা কাদম্বিনী’, ‘কড়িখেলা’, ‘উড়ন তুবড়ি’, এমনকি ‘মিঠাই’ ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে।

বিজ্ঞাপন

সোমবার রাতে কসবার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতাকে। ধারালো অস্ত্র দিয়ে নিজেকে জখম করেছেন তিনি।  

বর্তমানে ভর্তি রয়েছেন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটান অভিনেতা। শিউরে উঠবার মতো সেই ভিডিও দেখে হা শৈবালের ফেসবুকের বন্ধুরা। মাথা থেকে পেট রক্তে ভাসছে, ঠোঁটে সিগারেট গুঁজে কথা বলছেন অভিনেতা। তবে তিনি এতটাই নেশায় ডুবে যে কথা জড়িয়ে যাচ্ছে। ভিডিওতে জানালার পাশে হেলান দিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, 'আমি অপারগ হয়ে নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম। এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি এবং...। ' বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই ভিডিওটি বন্ধ হয়ে যায়।

এই ভিডিওতে স্ত্রী ও তাঁর পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন অভিনেতা। শৈবাল ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন যে গত কয়েক দিন ধরেই টালমাটাল তা বেশ স্পষ্ট  হয়েছে এই কথায়ই।সাতদিনের সেরা