kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

বাপ্পি হতাশাগ্রস্ত, তাঁর অভিনয়ে মনোযোগ দেওয়া দরকার : মিশা

বিনোদন প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২২ ১৩:৩৩ | পড়া যাবে ৩ মিনিটেবাপ্পি হতাশাগ্রস্ত, তাঁর অভিনয়ে মনোযোগ দেওয়া দরকার : মিশা

বাপ্পি চৌধুরী ও মিশা সওদাগর

‘বাপ্পি আমাকে সুবিধাবাদী বলেছে, আমি দেশের সিনেমার জন্য কাজ করি, আমি যে সিনেমায় অভিনয় করি না, কিন্তু  যে সিনেমা ভালো ব্যবসা করছে, মানুষ ভালো বলছে। আমিও ভালো বলছি। এটা অবশ্যই ভালো।   এই বলাটা কি আমার অপরাধ?’ 

শুক্রবার দুপুরে এক প্রতিক্রিয়া কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাঙলা চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।

বিজ্ঞাপন

বাপ্পিকে হতাশাগ্রস্ত অনুমান করে মিশা বলেন, ‘বাপ্পি মনে হয় হতাশাগ্রস্ত। ওর পেছন থেকে এসে অনেকেই সামনে চলে যাচ্ছে, কিন্তু সে একখানেই থেমে আছে। এখনো তাঁকে অভিনয় শিখিয়ে দিতে হয়। এসব বাদ দিয়ে তার অভিনয় নিয়ে ভাবা উচিত। ’

সম্প্রতি বাপ্পি মিশাকে নিয়ে একটি রেডিও অনুষ্ঠানে মন্তব্য করেন। ঐ অনুষ্ঠানে বাপ্পি বলেন, ‘যেখানে ট্রেন্ড হয়, সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। “পরাণ” ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই “পরাণ”–এর ট্রেন্ডে দৌড়াচ্ছেন। “হাওয়া” ট্রেন্ডে “হাওয়া”–তে দৌড়াচ্ছেন। সুবিধাবাদী ট্রেন্ড আরকি। ’

সুবিধাবাদী নয় বরং বাংলা চলচ্চিত্রে মিশা সওদাগরের অবদান রয়েছে এমনটাই উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমাকে সুবিধাবাদী বলে কিভাবে? আমি কাফনের কাপড় পরে আমদানি চলচ্চিত্রের বিপক্ষে কথা বলেছি, অনেক যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিত্যে দিয়েছি আর আমাকেই সুবিধাবাদি বলে, আপনারা বলুন তার বক্তব্য কি ঠিক?’

মিওশা আরো বলেন, আমি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পেয়েছি। তারপরেও আমি দেশে থাকি। আমি আমার মাটিকে ভালোবাসি। আমার মা'কে ভালোবাসি। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমি এই মাটিতেই বারবার ফিরে আসি। অভিনয় আমার প্রিয় জায়গা। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিইয়েছে আমি ভুলি নাই। আমি সুবিধাবাদী হলে আমেরিকা গিয়ে থাকতাম। ’

মিশা সওদাগর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বাপ্পি যে ট্রেন্ডের কথা বলেছে, ট্রেন্ডের  মানে কী? যাই হোক ও আমার ছেলের মতো। আমি দেশ ও দেশের সংস্কৃতিকে ভালোবাসি, এ জন্য যদি সুবিধাবাদী বলা হয়, হোক। পরাণ সিনেমার বিশেষ শো দেখতে গিয়েছি, সেখানে গিয়ে পরাণ ছবির প্রশংসা করেছি, এটা কি আমার অপরাধ? সেখানে ইলিয়াস কাঞ্চন ভাইও গেছেন, তারাও কি সুবিধাবাদী?’

ট্রেন্ডের সঙ্গে দৌড়ানের ব্যাখ্যা করে মিশা আরও বলেন, ‘কোনো ছবি ভালো চললে সে ছবির পক্ষে কথা আমি তো বলবোই।   পরাণ ছবির প্রযোজক আামাকে তাদের ছবি দেখার দাওয়াত দিয়েছে। আমি পরাণ দেখতে গিয়েছি। ছবি ভালো হয়েছে প্রশংসা তো করবই। বাপ্পির ছবি কি ব্যবসা করেছে? করলে তো আপনারা জানতেন। আর অন্তত আমাদের ডাকলে অবশ্যই আমরা যাব। ’ 

বাপ্পিকে পরামর্শ দিয়ে অভিনেতা বলেন, তার পেছনে এসে অনেকে চলে যাচ্ছে সামনে। অথচ ইন্ডাস্ট্রিতে কত আগে এসেছে সে। সিয়াম এসে সামনে চলে গেছে, সাইমন ছেলেটা জান্নাত ছবিতে এতো ভালো করেছে, সে সামনে চলে গেছে, শরীফুল রাজ ভালো করছে, কিন্তু বাপ্পি করছেটা কী? সাম্প্রতিক তার কোনো ভালো সিনেমা আছে?’সাতদিনের সেরা