kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

বিয়েই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না : রাইমা সেন

বিনোদন ডেস্ক   

৯ জুলাই, ২০২২ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটেবিয়েই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না : রাইমা সেন

রাইমা সেন। কার্টেসি ছবি

৪০ অতিক্রম করেছেন কিন্তু এখনো গ্ল্যামার কমেনি। এখনো মনে ঝড় তোলেন রাইমা সেন। জানতে চান কবে বিয়ে করবেন রাইমা

তবে রাইমা কী ভাবছেন? তিনি আপাতত বিয়ের কথা ভাবছেন না রাইমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন রাইমা সেন।

বিজ্ঞাপন

রাইমা মনে করেন বিয়েই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। স্বাধীন ভাবে নিজের শর্তে বাঁচতে বিশ্বাসী মুনমুন সেনের বড় মেয়ে। এছাড়াও রাইমা নিজের মা-বাবা ছাড়া কারও কাছে কোনও জবাবদিহি করতে রাজি নন।

বিয়ে বা ভালোবাসা, এসব নিয়ে একদমই কথা বলতে চান না। নিয়ে কোনও প্রশ্ন, অযথা আগ্রহ পছন্দ নয় তাঁর। বিয়ে ছাড়া তিনি অসম্পূর্ণ, এ কথা মানেন না মোটেই। কাজ নিয়ে দিব্যি দিন কাটছে অভিনেত্রীর।

বিয়ের প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, 'ভাবেন বিয়ে করিনি বলে আমি সুখী নই এটা অনেকেই ভাবেন। কিন্তু আমি খুব ভালো আছি। ঠিক সময়ে ঠিক মানুষটাকে পেলে নিশ্চয়ই বিয়ে করব। এখনও ঠিক মানুষটাকেই পাইনি। বিয়েটা আমার জন্য বাধ্যতামূলক নয়। কারও প্রেমে পাগল হলে বিয়ে করার সিদ্ধান্ত নেব। '

রাইমা সেন অভিনয় জগতে দু'দশকেরও বেশি সময় অতিক্রম করেছেন। টালিগঞ্জের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে 'চোখের বালি', 'অন্তরমহল', 'পরিণীতা', 'চিত্রাঙ্গদা: দ্য ক্রাউনিং উইশ', 'মনোরম সিক্স ফিট আন্ডার' এর মতো সিনেমা।সাতদিনের সেরা