kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

ভাইরাল হতে চান ফারুক

বিনোদন প্রতিবেদক   

৩ জুলাই, ২০২২ ২০:০১ | পড়া যাবে ১ মিনিটেভাইরাল হতে চান ফারুক

ফারুকের সঙ্গে মেহেদী

আকরাম ভাই এলাকার প্রভাবশালী নেতা। ইচ্ছে তার ভাইরাল হওয়ার। এদিকে আবার আকরামের মামা মানে ফারুক আহমেদ গ্রাম থেকে ঢাকায় আসে ভাইরাল হতে। আকরামের ছোট বোন তানিয়া।

বিজ্ঞাপন

তানিয়ার প্রেমিক রাসেল। সেও ভাইরাল হতে চায়। ভাইরাল হওয়ার এক অদ্ভুত রোগে সবাই আচ্ছন্ন হয়ে থাকে।

সবাই ভাইরাল হতে গিয়ে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। ফারুক আহমেদ ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, সুস্মিতা সিনহা, হারুন রশিদসহ বেশ কয়েকজন।

অর্ণব জাকিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আকরামুল হক মেহেদী। মেহেদী কালের কণ্ঠকে বলেন, ‘নাটকের গল্পটাই মজার।  
ভাইরাল হতে চাওয়া সকলেই এলাকার হারুন ভাই নামক এক পরিচালকের কাছে সিনেমার কাজের প্রস্তাব পায়। এর জন্য টাকা-পয়সা দেয় সবাই। কিন্তু হারুন ভাই ভাই পালিয়ে যায়। ’

নাটকটি এবারের ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হতে পারে বলে জানালেন নির্মাতা।সাতদিনের সেরা