kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

'চেহারা'য় মনোজ ও বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক   

৩০ জুন, ২০২২ ২০:৫১ | পড়া যাবে ২ মিনিটে'চেহারা'য় মনোজ ও বিদ্যা সিনহা মিম

শাহান অন্ধ। সে আত্মহত্যা করতে রাতের অন্ধকারে রাস্তায় নামে। তিথির গাড়িতে তার অ্যাকসিডেন্ট হয়। আমরা দেখি, তিথি একজন ডাক্তার।

বিজ্ঞাপন

সে শাহানকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে পালিয়ে আসে শাহান। তারপর কোনো এক অদ্ভুত টানে শাহানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় তিথি। শুরু হয় ওদের দুজনের মাঝে প্রেমের টানাপড়েন। তিথি কি পারবে অন্ধ শাহানকে বাঁচাতে? মাঝে মাঝে ঘুমের মধ্যে কিসের দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে শাহান? কিভাবে অন্ধ হয়েছে সে? কী আছে আড়ালের গল্পে? কার চেহারা দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের?

এমনই একটি সাসপেন্স কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও ফিকশন 'চেহারা'। আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারিতব্য এই ফিকশনটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও মনোজ প্রামাণিক। এটি রচনা করেছেন সুস্ময় সুমন। আর এস এ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণ করেছেন জামাল মল্লিক।

অভিনেত্রী মিম বলেন, 'অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটাও ভীষণ ইন্টারেস্টিং। তা ছাড়া এটার শুটিংয়ের আয়োজন ছিল জমজমাট। কাজটা করতে পেরে খুব ভালো লেগেছে। '

মনোজ বলেন, 'চ্যালেঞ্জিং ক্যারেক্টার। চরিত্রের জন্য আমাকে চিন্তাভাবনা করতে হয়েছে। আশা করি দর্শক এ ঈদে ভিন্ন রকম একটি গল্প দেখতে পাবে। '

নির্মাতা জামাল মল্লিক বলেন, 'নতুন গল্প। আমি চেষ্টা করেছি কিছুটা ভিন্ন ট্রিটমেন্ট দিতে। কোনো দিকে ছাড় দিয়ে কাজটা করিনি। মনোজ এবং মিম তাঁদের সেরাটা দিয়েছেন। বিশেষভাবে মিম তো অসাধারণ কাজ করেছেন। প্রডাকশনটি নিয়ে আমি বিশেষভাবে আশাবাদী। '

ফিচার ফিল্মটির তরুণ প্রযোজক ব্যারিস্টার আরশান আলী সাইফ। তিনি বলেন, 'আমার প্রতিষ্ঠান এস এ এন্টারটেইনমেন্ট থেকে এ ধরনের ভালো কাজ আরো নিয়মিত করার ইচ্ছা আছে। নিজের পেশার পাশাপাশি মিডিয়ায়ও পজিটিভ কিছু ভূমিকা রাখতে চাই। সব কিছু ঠিকঠাক থাকলে এই ঈদে আমার প্রযোজিত বেশ কিছু নাটক দর্শক দেখতে পাবে। '

'চেহারা' এই ঈদে প্রচার হবে দীপ্ত টিভিতে।সাতদিনের সেরা