শ্রীলেখা মিত্র
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেকায়দায় পড়েছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর নামে ইনস্টাগ্রামে পরিচালিত হচ্ছে একটি ভুয়া অ্যাকাউন্ট। সেটি এমনভাবে পরিচালনা করা হচ্ছে, সহজে বোঝারও উপায় নেই যে এটা ভুয়া। বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন শ্রীলেখা। জানালেন, তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষকে নোংরা ছবি পাঠানো হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করেছেন যেন ওই অ্যাকাউন্টটিতে রিপোর্ট করেন।
শ্রীলেখা লিখেছেন, ‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতজনদের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে। ’
শ্রীলেখার পোস্টে অনেকেই জানিয়েছেন, তাদেরকে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ কল করা হয়েছে। তারাও প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। পরে বুঝতে পারেন এটা ভুয়া।
শ্রীলেখা মিত্র ফেসবুক ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। দৈনন্দিন জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছেন শ্রীলেখা।