kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

সকালে হাসপাতালে ভর্তি, বিকেলেই ছাড়পত্র নিলেন অহনা

বিনোদন প্রতিবেদক   

২৮ জুন, ২০২২ ১৬:২৩ | পড়া যাবে ২ মিনিটেসকালে হাসপাতালে ভর্তি, বিকেলেই ছাড়পত্র নিলেন অহনা

অভিনেত্রী অহনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে বিকেলেই ছাড়পত্র নিয়েছেন তিনি। কালের কণ্ঠকে অহনা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের একটি বিশেষ নাটক নির্মিত হচ্ছে, যেটায় যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন আজিজুল হাকিম ও এস এ হক অলিক।

বিজ্ঞাপন

গুলশানে গতকাল থেকে শুটিং শুরু হওয়া এই নাটকের শুটিং করছিলেন অহনা। সোমবার দিনভর নাটকটিতে কাজ করেছেন। কিন্তু মঙ্গলবার সকালে সেটে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার বিকেলে অহনা কালের কণ্ঠকে বলেন, 'কাল (সোমবার) থেকে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। নাটকটির শুটিং হচ্ছিল গুলশানে। আজ সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর এলার্জিতে ফুলে-ফেঁপে ওঠে। দ্রুত আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। '

বিকেলের দিকে ভালো বোধ করছিলেন, এ জন্য ছাড়পত্র নিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে এই অভিনেত্রী বলেন, 'যেহেতু নাটকটায় শুটিং করেছি। এখন আমাকে ফের শুটিংয়ে যেতে হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। কিছুটা সুস্থ বোধ করছি এখন। ' 

অহনা ছাড়া এই নাটকে আরো অভিনয় করেছেন ডলি জহুর, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ।সাতদিনের সেরা