kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

পুত্রবধূকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দিলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক   

২৮ জুন, ২০২২ ১৪:১৯ | পড়া যাবে ১ মিনিটেপুত্রবধূকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দিলেন ওমর সানী

সব ঝামেলা মিটিয়ে এখন সুখেই আছেন ওমর সানী ও মৌসুমী। অন্তত ওমর সানীর দাবি এমনটাই।  দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে বলে জানিয়েছেন ওমর সানী। অনেক দিন হলো সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান বিয়ে করেছেন।

বিজ্ঞাপন

পূত্রবধূর নাম আয়েশা।   

আজ ২৮ জুন সাদিয়া রহমান আয়েশার জন্মদিন। জন্মদিনে ফেসবুকে পোস্ট দিয়ে পুত্রবধূকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী। শুধু তাই নয়, বিশেষ এই দিনে উপদেশও দিয়েছেন আয়েশাকে।  

সানি লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটা বাচ্চা। আলহামদুলিল্লাহ! তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। ’

আখেরি হামলা খ্যাত এই অভিনেতা বলেন, ‘মা আজকে তোমার জন্মদিন আজকে আমার চাওয়া আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা স্বামীকে পড়াবা আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা। ’

ফারদীন ও আয়েশা

ফারদীন এহসান স্বাধীন গত বছরের ২৬ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন কানাডাপ্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশার সঙ্গে।সাতদিনের সেরা