তাশরীফ
সিলেটে রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক খেয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়ানো আলোচিত তরুণ কণ্ঠশিল্পী তাশরীফ। এই অভিজ্ঞতা বেশ তিক্তকর উল্লেখ করে ফেসবুকে ভিডিও মাধ্যমে জানিয়েছেন এই তরুণ। জানিয়েছেন অভিজ্ঞতার কথা।
ওই ভিডিওতে তাশরীফ বলেন, ‘আমি একটা ইন্সিডেন্টের কথা শেয়ার করি।
বিজ্ঞাপন
দুর্বব্যবহার করা হয়েছে উল্লেখ করে তাশরীফ “এরপর আমি তাকে বলেছি, স্যার দয়া করে কোনো নাগরিককে এভাবে ধমক দেবেন না। সিলেট বিপদে আছে। আমরা সিলেটের জন্য কাজ করতে আসছি। আমরা এখানে চুরিচামারি করতে আসিনি। আমি উনাকে রিকুয়েস্ট করে বলেছি, স্যার চায়ের কাপটা শেষ করে আমি চলে যাবো। তারপর আমাকে কী বলা হয়েছে শোনেন―তখন আমাকে আঙুল তুলে বলা হয়েছে, ‘এখন তো ভালো করে বলেছি এরপর খারাপ করে বলব। এক্ষুনি চলে যান এখান থেকে। ’ এই কথাটা শোনার পর আমি একটা শব্দও করি নাই। ”
তাশরীফ বলেন, ‘স্যার দয়া করে এই সময়টাতে আপনারা একটু পাশে দাঁড়াইয়েন। আমাদেরকে পারলে একটু সাহস দিয়েন। আমাদের সাহসটা খুব দরকার। আপনারা সাথে থাকলে আমাদের মন, আমাদের কাঁধটা অনেক ভারী হয়ে যায়। ’
তাশরীফ ফেসবুক লাইভ করে দেড় কোটি টাকা উত্তোলন করেছেন বন্যার্তদের জন্য। সেই টাকা দিয়ে তিনি হাজার হাজার পরিবারের পাশে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন।